For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযোগে আশাবাদী শিবান, ১৪ দিন আশায় বসে থাকবে ইসরো

আগামী ১৪ দিন ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা জারি থাকবে বলে জানান ইসরো প্রধান। চাঁদের মাটিতে পা রাখার ব্যাপারে এখনও আশাবাদী ইসরো।

  • |
Google Oneindia Bengali News

ইসরোর বিজ্ঞানীরা এখনও বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপনের আশা ছাড়েননি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান কে সিভান বলেন, আমরা নিরন্তর যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী ১৪ দিন এই চেষ্টা জারি থাকবে। চাঁদের মাটিতে পা রাখার ব্যাপারে এখনও আশাবাদী ইসরো। যে কোনও সময় ফের যোগাযোগ স্থাপন হতে পারে বলে মনে করেন তিনি।

ল্যান্ডার সঙ্গে সংযোগে আশায় ১৪ দিন বসে থাকবে ইসরো

শনিবার ভোররাতে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার ঠিক পূর্ব মূহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর ১৫ মিনিট যোগাযোগ স্থাপনের সমস্ত রকম চেষ্টা চালানো হয়। কিন্তু যোগাযোগ করা যায়নি। সিভান জানান, অপারেশনের শেষ অংশটি সঠিক পদ্ধতিতে কার্যকর করতে পারিনি আমরা। এই পর্যায়ে আমরা ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলাম, কিন্তু পরবর্তীকালে যোগাযোগ স্থাপন করতে পারিনি।

হঠাৎ ল্যান্ডার বিক্রমের সঙ্গে ইসরোর বিজ্ঞানীদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ইসরো প্রধান নিজেকে স্থির রাখতে পারেননি। তাঁর চোখের কোণে জল চলে আসে। তাঁর কান্না দেখে আবেগপ্রবণ মোদী ইসরো প্রধানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

ইসরো প্রধান এরপর ঘোষণা করেন, বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে ঠিকঠাকই নামছিল। চাঁদ থেকে ঠিক যখন ২.১ কিলোমিটার উপরে তখনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আমরা সব ডাটা অ্যানালাইসিস করে দেখেছি, কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সাংবাদিক বৈঠকও এরপর বন্ধ করে দেওয়া হয়। মোদীও তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। শিবান ও বেশ কয়েকজন বিজ্ঞানী তখন মোদীর দিকে এগিয়ে যান তাঁকে জানাতে। তখনই চোখে দল চলে আসে শিবানের। মোদী তাঁকে সান্ত্বনা দেন।

English summary
ISRO chief K Sivan says they wait for 14 days to contact with Lander Vikram. Lander Vikram is failed to land on the lunar surface.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X