For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গল অভিযান হোক মঙ্গলময়

Google Oneindia Bengali News

মঙ্গল অভিযান হোক মঙ্গলময়
চেন্নাই, ৫ নভেম্বর : বিজ্ঞানের সঙ্গে মিশে গিয়েছে ঈশ্বরভক্তি।

শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্রে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। চূড়ান্ত ব্যস্ততা। আর কয়েক ঘন্টার মধ্যেই আকাশ পথে পাড়ি দেবে ভারতের মঙ্গলযান। দুপুর ঠিক ২টো বেজে ৩৮ মিনিটে লালগ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ভারতের প্রথম মঙ্গলযান মার্স অরবিটার মিশন (এমওএম)। সব ঠিকঠাক থাকলে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে ন্যানো গাড়ির আয়তনের এই মঙ্গলযানটি।

মহাশূন্যে প্রায় ৪০ কোটি কিলোমিটার পথ ৯ মাসে অতিক্রম করে ২০১৪ সালের ২৪ সেপ্টম্বর মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করবে মঙ্গলযান। মঙ্গলযানে রয়েছে গবেষণার জন্য পাঁচটি যন্ত্র-চোখ। এদের মধ্যে দুটি কক্ষপথ থেকে মঙ্গল গ্রহের ছবি তুলবে ও খনিজের সন্ধান চালাবে। আর একটি যন্ত্র লালগ্রহের পরিবেশের সুলুক-সন্ধান চালাবে। যদি মঙ্গলে জল থেকে থাকে তাহলে জলের পরিমাণ কত তার পরিমাপ করবে চতুর্থ যন্ত্রটি। পঞ্চমটি যন্ত্রটি মিথেন গ্যাসের অস্তিত্ব পরীক্ষা করে দেখবে। বৈজ্ঞানিকদের মতে লালগ্রহে মিথেনের অস্তিত্বের প্রমাণ মিললে তা গ্রহে প্রাণের অস্তিত্ব সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে।

মঙ্গলযানকে নিয়ে মহাকাশে রওনা দেবে পিএসএলভি-সি-২৫ রকেট। ইসরোসূত্রের খবর, পিএসএলভি-সি-২৫ রকেটে জ্বালানি ভরার কাজ শেষ। ৪৩০ কোটি টাকার মার্স অরবিটার মিশনে নজরদারির ক্ষেত্রে কোনও ত্রুটি রাখছে না ইসরো। বেঙ্গালুরু, পোর্ট ব্লেয়ার ও ব্রুনেই থেকে পিএসএলভি-র গতিপথের দিকে নজর রাখা হবে। নজরদারি চলবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দুটি জাহাজ থেকেও।

ঘটনাচক্রে ভারতীয় যানের রওনা দেওয়ার ১৩ দিনের মধ্যেই ফের মঙ্গল অভিযান শুরু করছে নাসা-ও। ইসরো সূত্রে খবর, অভিযানে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা যোগাযোগ প্রযুক্তি দিয়ে সাহায্য করবে। গোটা অভিযানের উপরে নজর রাখবেন ইওরোপীয় ও জাপান মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরাও।

প্রথম চেষ্টায় মঙ্গল অভিযান আজ পর্যন্ত সফল হয়নি কোনও দেশেই। সে চিন বা জাপানের মতো প্রযুক্তিগত দিক থেকে যতই উন্নত হোক না কেন। সামান্য ভুল হলেই ৪৫০ কোটি টাকার স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা পুরোদমে তৈরি। ইসরোর তরফে জানানো হয়েছে ৩১ অক্টোবরের মহড়া সফল হয়েছে। প্রযুক্তিগত যাবতীয় খুটিনাটি খতিয়ে দেখা হয়েছে। আকাশও আপাতত ব্যাগড়া দেবে না বলেই পূর্বাভাস।

এদিকে প্রাণের সন্ধানে৷ আশা-আকাঙ্খা-উত্‍কন্ঠায় রাত জাগছেন দেশব্যাপী ইসরোর ২৭টি কেন্দ্রের হাজার দু'য়েক বিজ্ঞানী৷ কৌতুহলে মুহূর্ত গুনছেন আম জনতাও। ফেসবুকে ইসরোর মঙ্গল অভিযান পাতায় সোমবার রাত পর্যন্ত প্রায় ৩০ হাজার 'লাইক' পড়েছে। বিজ্ঞানকে সফল করতে মনে মনে চলছে ঈশ্বরের কাছে প্রার্থণা।

মঙ্গল অভিযানের সাফল্যে বিশ্বের সম্ভ্রম ইসরো আদায় করতে পারবে কিনা তা এখনই বলা কঠিন। কিন্তু ভারতবাসীর কামনা এখন একটাই, ''মঙ্গল অভিযান হোক মঙ্গলময়''!

English summary
Isro a few hours away from historic Mars Mission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X