For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে একটি 'অঞ্চল' দখল করে ফেলেছে আইএস! জঙ্গি সংগঠনের বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড়

কাশ্মীরে একটি সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে , আর তারপরই ভূস্বর্গের একটি এলাকা দখল করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরে একটি সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে , আর তারপরই ভূস্বর্গের একটি এলাকা দখল করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস। আর আন্তর্জাতিক কুখ্যাত এই জঙ্গি সংগঠনের তরফে এমন দাবি ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

 আইএস-র নিউজ এজেন্সির দাবি

আইএস-র নিউজ এজেন্সির দাবি

এদিন , আইএসআইএস-র নিউজ এজেন্সি আমাক-এর তরফে জানানো হয়েছে, শুক্রবার কাশ্মীরের একটি অঞ্চলে আধিপত্য কায়েম করে ফেলেছে আইএস। সেই জায়গার নাম দেওয়া হয়েছে, 'উইলায়াহ অফ হিন্দ'।জঙ্গি সংগঠনের দাবি সোপিয়ানের অমশিপোরাতে ভারতীয় সেনার সঙ্গে লড়াইয়ের পর , নিরাপত্তা বাহিনীকে টেক্কা দিয়ে তারা এলাকা দখল করেছে।

দাবি ঘিরে তথ্য

দাবি ঘিরে তথ্য

শুক্রবার কাশ্মীরের সোপিয়ানে ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ করা হয়েছে আশফাক আহমেদ সোফি নামের এক জঙ্গিকে। সেই খবরকে উল্লেখ করেই আইএস দাবি করছে তারা সেই দিনই দখল করে ফেলে কাশ্মীরের ওই এলাকা। আর এলাকা দখলের সময়েই ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলে লড়াই।

আইএস-র দাবি ও বিশ্লেষকদের মতামত

আইএস-র দাবি ও বিশ্লেষকদের মতামত

আইএস-র তরফে দাবি করা হয়েছে, দুনিয়ার নজরে এই ঘটনা চমকপ্রদ হলেও, জেহাদিদের কাছে এই অনুপ্রেরণামূলক ঘটনা। যদিও আইএস সম্পর্কীয় বিশেষজ্ঞদের দাবি, এমন কোনও ঘটনা ভারতের বুকে করতে পারাটা অসম্ভবই শুধু নয়, অস্বাভাবিক।

English summary
Islamic State claims 'province' in India for first time after clash in Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X