ভারতে ইসলামিক স্টেটের হামলার চেষ্টা! রিপোর্ট আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের
ইসলামিক স্টেট ভারতে হামলার চেষ্টা চালিয়েছে। এমনটাই জানাল আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স। তারা আরও জানিয়েছে, আফগানিস্তান এবং পাকিস্তানে সক্রিয় থাকা আইএসআইএস খোরাসান এই হামলার চেষ্টা চালিয়েছিল। আমেরিকার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের কার্যকরী ডিরেক্টর রাসেল ট্রেভারস জানিয়েছেন আমেরিকার সাংসদদের। তিনি বলেছেন, আইএস-এর যেসব সংগঠনগুলি রয়েছে, তাদের মধ্যে তারা বেশি সতর্ক এই আইএসআইএস-কে-কে নিয়ে।

আইএসআইএস-কে-র পরিচিতি
প্রশ্নটা তুলেছিলেন আমেরিকায় ভারতীয় বংশোদ্ভুত সেনেটর ম্যাগি হাসান। সেই সময় ট্রেভারস জানিয়েছেন, আইএসআইএস-কের সদস্য সংখ্যা ৪ হাজারের মতো। এই সংগঠনকে আফগানিস্তানের বাইরে হামলা চালাতেই উৎসাহিত করা হয়। তারাই গতবছর ভারতে হামলার চেষ্টা চালায় বলে জানিয়েছেন তিনি। যদিও তা ব্যর্থ হয়। ট্রেভারসকে প্রশ্ন করা হয়েছিল এই অঞ্চলে তাদের ক্ষমতা সম্পর্কে। সেই সময় তিনি ভারতে হামলার চেষ্টার কথা উল্লেখ করেন।

আমেরিকার ওপর হামলার চেষ্টা
আমেরিকায় ভারতীয় বংশোদ্ভুত সেনেটর ম্যাগি হাসান গতমাসে আফগানিস্তান এবং পাকিস্তান সফর করেন। সেই সময় তিনি আইএসআইএস-কে সম্পর্কে শুনেছিলেন বলেও জানান। তিনি আরও বলেন, আইএসআইএস-কে-র হুমকি শুধু আফগানিস্তানে আমেরিকার ফোর্সের ওপরেই নয়, তারা তাদের দেশে( আমেরিকা) ওপরই হামলার চেষ্টা চালাচ্ছে।

সারা বিশ্বে ২০ টি শাখা
গত সপ্তাহে ট্রেভারস জানিয়েছিলেন সারা বিশ্বে ইসলামিক স্টেটের ২০ টি শাখা রয়েছে। এদের মধ্যে অনেকগুলিই অত্যাধুমিক প্রযুক্তি ব্যবহার করে। এর মধ্যে রয়েছেন হামলায় ড্রোনের ব্যবহারের মতো বিষয়ও। সেনেটর হাসান জানিয়েছেন, সিরিয়া ও ইরাকে আমেরিকার বাহিনী ইসলামিক স্টেটের সঙ্গে যুদ্ধে জয়ী হলেন, তারা আমেরিকার কাছে হুমকির।

বাগদাদির উত্তরসূরিকেও হত্যা
দিনকয়েক আগে আমেরিকার তরফেদাবি করা হয়েছে, তারা আইএসআইএস প্রধান আবু বকর অল বাগদাদিকে হত্যা করেছে। আবু বকর অল বাগদাদির মৃত্যু নিশ্চিত করার একদিন পরে আমেরিকার প্রেসিডেন্ট জানান, তারা বাগদাদির সম্ভাব্য উত্তরসূরি আবু অল হাসান অল-মুহাজিরকেও হত্যা করেছে।