মুকেশ-কন্যা ইশার বিয়েতে খরচের পরিমাণ কত জানেন! চমক দিচ্ছেন আম্বানিরা
জয়পুরে রাজকীয় প্রি ওয়েডিং পার্টি ঘিরে সংবাদের শিরোনাম কাড়েন আম্বানিরা। অন্নসেবা থেকে মেহেন্দি, সঙ্গীত-এর বিশেষ আয়োজনে হাজির ছিলেন মার্কিন সচিব হিলারি ক্লিন্টন থেকে শিল্পপতি লক্ষ্মী মিত্তল। এশিয়ার অন্যতম কোটিপতি মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে রাজকীয় আয়োজনে যেমন হাজির ছিলেন বলিউড তারকারা, তেমনই পারফর্ম করেন আন্তর্জাতিক তারকা বেয়ন্সে। সবমিলিয়ে চোখ ধাঁধাঁনো আয়োজনে বাবা মুকেশ মেয়ে ইশার বিয়েতে কত খরচ করেছেন তা শুনেল অনেকেই অবাক হতে পারেন!

মোট খরচ কত?
এখনও বাকি বিয়ের মূল পর্ব। তার আগে প্রি ওয়েডিং পার্টিতে ইশার জন্য আয়োজিত হয়েছে বিশেষ পার্টি। আনুমানিকভাবে বিয়ের মোট খরচ প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বা ৭,১৩,৫০০ কোটি টাকা। ১২ ডিসেম্বর মুম্বইয়ের আন্টিলিয়া বাসভবনে ইশার বিয়ের আসর বসছে। সেই আয়োজনের রাজকীয় চমক এখনও বাকি !
|
বিয়ের পর ইশা-আনন্দ কোথায় থাকাছেন?
বিয়ের পর ইশা আম্বানি ও আনন্দ পিরামল মুম্বইয়ের ডায়মন্ড থিমের একটি রাজকীয় বাসভবনে থাকবেন। যে বাসভবনের থিম হল 'হিরে'! এই বাসভবনের দাম ৬৪ মিলিয়ন ডলার। জানা গিয়েছে, এই বাসভবন ইশাকে উপহার দিয়েছেন পিরামলরা।

অন্নসেবা
ইতিমধ্যেই রাজস্থানের উদয়পুরে অন্নসেবা অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করা হয় ইশার বিয়ের অনুষ্ঠানের। সেখানে তিনবেলা ৫,১০০জনকে খাওয়ানো হয়।
|
১০০ টি বিশেষ বিমান
ইশার বিয়ে উপলক্ষ্যে উদয়পুরে ১০০ টি চার্টার্ড ফ্লাইটের বন্দোবস্ত করা হয়। যা আমন্ত্রিত অতিথিদের নিয়ে সোজা পৌঁছে যায় প্রিওয়েডিং পার্টির ডেস্টিনেশনে।
বেয়ন্সের জন্য খরচ কত?
শোনা যাচ্ছে, ইশা আম্বানির বিয়ের সঙ্গীতে শুধুমাত্র এক সন্ধ্যার পারফরমেন্সের জন্য বেয়ন্সে ২১-১৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।