For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনার বদলে মহারাষ্ট্রের সিংহাসনে কি শরদ পাওয়ার? যবনিকা পতন আজ

বিজেপির সঙ্গে জোট ভেঙে এনসিপি ও কংগ্রেসের সমর্থনে সরকার গড়ার সেমার ইচ্ছের উপর সোমহারই জল ঢেলেছে শরদ পাওয়ারের দল। এবার শিবসেনার বদলে সিংহাসনে বসার তোরজোর শুরু করেছে এনসিপি।

Google Oneindia Bengali News

বিজেপির সঙ্গে জোট ভেঙে এনসিপি ও কংগ্রেসের সমর্থনে সরকার গড়ার সেমার ইচ্ছের উপর সোমহারই জল ঢেলেছে শরদ পাওয়ারের দল। এবার শিবসেনার বদলে সিংহাসনে বসার তোরজোর শুরু করেছে এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান আদিত্য ঠাকরের নেতৃত্বে সেনার প্রতিনিধি দল। সেটাই ছিল শিবসেনার কাছে সরকার গঠন করার আবেদন জানানোর শেষ সময়সীমা। তবে শিবসেনার আশা ভেঙে কংগ্রেস ও এনসিপির তরফ থেকে সমর্থনের চিঠি যায়নি রাজ্যপালের কাছে।

সেনা না পারায় এনসিপি-কে তলব রাজ্যপালের

সেনা না পারায় এনসিপি-কে তলব রাজ্যপালের

এরপরই শিবসেনার সরকার গঠনের দাবি খারিজ করে দেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। এরপরই সোমবার সন্ধ্যায় এনসিপিকে জরুরি তলব করে ২৪ ঘণ্টার সময় দেন রাজ্যপাল। শিবসেনা বেরিয়ে আসার পর এদিন এনসিপি রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান। রাজ্যপাল এনসিপিকে জানান, ২৪ ঘণ্টার মধ্যে সরকার গঠনের দাবি জানাতে। এর আগে শিবসেনাকে তলব করেছিল রাজ্যপাল। রাজ্যপালের কাছে তাঁরা তিনদিনের সময় চেয়েছিলেন। রাজ্যপাল তাঁদের জানিয়ে দেন, তিনদিন সময় দেওয়া সম্ভব নয়।

শিবসেনা কি এনসিপি-কে সমর্থন করবে?

শিবসেনা কি এনসিপি-কে সমর্থন করবে?

এদিকে রাজ্যপালের ভবন থেকে বেরিয়ে এনসিপি নেতা নবাব মালিক বলেন, "রাজ্যপাল আমাদের সরকার গড়ার আহ্বান জানিয়েছে। আমরা এই বিষয়ে কংগ্রেস ও শিবসেনার সমর্থন চাইব কি না তা নিয়ে ভেবে দেখব। তবে শিবসেনা আমাদের সরকার গড়তে সমর্থন করবে বলে মনে হয় না।"

কংগ্রেসের উপর নির্ভর সব

কংগ্রেসের উপর নির্ভর সব

শিবসেনা রাজ্যপালের ডাক পাওয়ার পর এনসিপি ও কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে। এনসিপি সমর্থনের আশ্বাস দেয় শিবসেনাকে। কংগ্রেসও মৌখিকভাবে জানান সমর্থন। কিন্তু কংগ্রেস সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিলম্ব করায় ঝুলে রয়েছে মহারাষ্ট্রের ভাগ্য। শিবসেনা ক্ষমতায় আসতে পারবে কি না, তাও নির্ভর করছে কংগ্রেসের সিদ্ধান্তের উপর। এদিকে এরই মাঝে নিজেদের সরকার গড়ার পথেও এগোতে পারে এনসিপি।

সরকারি ভাবে এনডিএ থেকে বেরিয়ে এল শিবসেনা

সরকারি ভাবে এনডিএ থেকে বেরিয়ে এল শিবসেনা

মঙ্গলবার সকালে কেন্দ্রে মন্ত্রী থাকা অরবিন্দ সাওয়ান্তের পদত্যাগ গ্রহণ করায় সরকারি ভাবে ভেঙে যায় সেনা-বিজেপি জোট। এবার সেনার পক্ষে বিজেপিকে ফের সমর্থন করা লজ্জার বিষয় হবে। এবং তাদের অনড় অবস্থান থেকে সরে এসে তা করা সম্ভব বলেও মনে হচ্ছে না। এই বিষয়টাকেই কাজে লাগিয়ে এখন এনসিপি সেনার উপর চাপ বাড়াতে পারে। সেই ক্ষেত্রে দেখার বিষয় সেনা কী করে।

কংগ্রেসের বিলম্ব

কংগ্রেসের বিলম্ব

এনসিপি জানিয়েছে, আমরা আমাদের জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গে আলোচনা করে জানাব। এদিকে কংগ্রেস জানিয়েছে এনসিপি যা সিদ্ধান্ত নেবে আমরা তাতে সমর্থন করব। যেহেতু জোট গড়ে আমরা লড়েছি, আমরা জোট অক্ষত রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা করব। এখন দেখার শিবসেনা না এনসিপি কার হাতে ওঠে মহারাষ্ট্রের কর্তৃত্ব। কেননা উভয়েরই উভয়কে দরকার।

মুখ্য়মন্ত্রী হবে সেনার, বললেন কংগ্রেস নেতা

মুখ্য়মন্ত্রী হবে সেনার, বললেন কংগ্রেস নেতা

এদিকে মঙ্গলবার সকালে মহারাষ্ট্র কংগ্রেসের নেতা কাগদা চান্ড্য পাড়ভি বলেন, "সরকার গঠনের প্রক্রিয়া এখনও জারি রয়েছে। আমরা নিশ্চিত যে ফল ভালো হবে। ব্যক্তিগত ভাবে আমি মনে করি মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস মিলেই সরকার গঠন করবে। শিবসেনার নেতাই মুখ্যমন্ত্রী হবে।"

English summary
is sharad pawar led ncp to form government in maharashtra putting shiv sena aside
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X