For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ভারতের মাটিতে ফিরতে চলেছে পাবজি ? টেনসেন্টের সঙ্গে সমস্ত চুক্তি ছিন্ন করল পাবজি কর্প

নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পেতে টেনসেন্টের সঙ্গে সমস্ত চুক্তি ছিন্ন করল পাবজি কর্প

  • |
Google Oneindia Bengali News

নিষেধাজ্ঞার মুখে পড়ার পর অবশেষে মুখ খুলতে দেখা গেল পাবজিকে। সোমবার পাবজি কর্পোরেশনের তরফে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে ভারতে পাবজি মোবাইল ও পাবজি মোবাইল লাইটের মতো অ্যাপ ব্যানের বিষয়টি তারা যথেষ্ট গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। পাশাপাশি গোটা দেশে এই গেমটির ব্যাপক জনপ্রিয়তার জন্য ব্যবহারকারীদের ধন্যবাদও জানায় তারা। পাশাপাশি টেনসেন্টের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে পুনরায় কিভাবে পাবজিকে ভারতের মাটিতে ফেরানো যায় সেই বিষয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে খবর।

ফের ভারতের মাটিতে ফিরতে চলেছে পাবজি ? টেনসেন্টের সঙ্গে সমস্ত চুক্তি ছিন্ন করল পাবজি কর্প

একইসাথে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে এই ক্ষেত্রে ভারত সরকারের তরফে নেওয়া পদক্ষেপের পক্ষেও কথা বলতে দেখা যায় তাদের। একটি বিবৃতি জারি করে তারা বর্তমানে জানিয়েছে, “ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ গুলিকে আমরা পূর্ণ সমর্থন করি। পাশাপাশি যে কোনও ভারতীয় খেলোয়ারের গোপনীয়তা ও সুরক্ষাও আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই ক্ষেত্রে আবারও ভারতের মাটিতে কাজ করার জন্য আমরা ভিন্ন পথ খুঁজছি। আশা করছি খুব দ্রুতই আবারও গেমাররা যুদ্ধের ময়দানে নামতে পারবে। ”

একইসাথে সংস্থাটি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে আগামীতে ভারতে পাবজি মোবাইলের ফ্র্যাঞ্চাইজি টেনসেন্ট গেমসের হাতে তারা আর কখনওই দেবে না। ওয়াকিবহাল মহলের ধারণা অন্যপথে হেঁটেই আবারও অনলাইন গেমিং যুদ্ধের ময়দানে ফেরার পরিকল্পনা করছে পাবজি। প্রসঙ্গত উল্লেখ পাবজি কর্পোরেশন কিন্তু কোনও চিনা সংস্থা নয়। এটি মূলত একটি দক্ষিণ কোরিয়ার সংস্থা। কিন্তু ভারতে তাদের গেম PLAYERUNKNOWN's BATTLEGROUNDS (PUBG) এর নির্মাতা এতদিন ছিল চিনা সংস্থা টেনসেন্ট। সূত্রের খবর, বর্তমানে তাদের হাতে থাকা যাবতীয় স্বত্বাধিকার নিয়ে নিতে চাইছে পাবজি কর্প।

দিশার মৃত্যুর পর সুশান্ত অনবরত আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখতেন, দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দিশার মৃত্যুর পর সুশান্ত অনবরত আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখতেন, দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের

English summary
PUBG Corp cut all contracts with Chinese company Tencent, will PUBG Game be launched again?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X