For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরব মোদী কি দুবাইতে এখন! উঠে এল বহু চাঞ্চল্যকর 'কীর্তি'

ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে মূল অভিযুক্ত নীরব মোদী কোথায়? এটাই এই মুহুর্তে লাখ টাকার প্রশ্ন। নীরবের অর্থ জালিয়াতির বিস্তৃ জাল ধীরে ধীরে গুটিয়ে আনার চেষ্টায় কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তকারী দল ।

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে মূল অভিযুক্ত নীরব মোদী কোথায়? এটাই এই মুহুর্তে লাখ টাকার প্রশ্ন। নীরবের অর্থ জালিয়াতির বিস্তৃ জাল ধীরে ধীরে গুটিয়ে আনার চেষ্টায় কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তকারী দল । তবে নীরব ও তার সঙ্গী সাথীদের গতিবিধি দেখে বেশ কয়েকটি জিনিসের আঁচ করছে সিবিআই।

কোথায় নীরব মোদী?

কোথায় নীরব মোদী?

সরকারের বিভিন্ন সূত্রের দাবি, নীরব মোদী এই মুহুর্তে দুবাইতে। ১১, ৪০০ কোটি টাকার জালিয়াতি মামলায় এই অভিযুক্তকে ধরতে বর্তমানে জাল ছড়াচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গিয়েছে, নীরব মোদীর আইনজীবীদের একটি দল পৌঁছেছে দুবাইতে। সেই সূত্র ধরেই মনে করা হচ্ছে নীরব মোদী এই মুহুর্তে সেখানেই রয়েছেন।

[আরও পড়ুন:নীরব মোদীকাণ্ডে নাম জড়াচ্ছে আম্বানি পরিবারের এক সদস্যের, সিল পিএনবি-র একটি শাখা][আরও পড়ুন:নীরব মোদীকাণ্ডে নাম জড়াচ্ছে আম্বানি পরিবারের এক সদস্যের, সিল পিএনবি-র একটি শাখা]

তল্লাশিতে যা উঠে এল

তল্লাশিতে যা উঠে এল

ইতিমধ্যে এদেশের ৩৬ টি জায়গায় এই জালিয়াতিকাণ্ডে তল্লাশি চলেছে। বাজেয়াপ্ত করা হয়েছে নীরবের আত্মীয় মেহুল চোকসির ৫, ৮৬০ কোটি টাকার সম্পত্তি। এছাড়াও হংকং সমেত বিভিন্ন দেশে , যেখানে নীরব ও তাঁর কাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে , সেই দেশগুলিতে বিষয়টি নিয়ে চিঠি পাঠাতে চলেছে ভারত।

জালিয়াতির ছক কেমন ছিল?

জালিয়াতির ছক কেমন ছিল?

এদিক, আরেকটি সূত্রের খবর অনুযায়ী নীরব মোদীর জালিয়াতির অন্যতম নীতি ছিল , অস্তিত্বহীন ভুয়ো সংস্থার নাম করে টাকা নেওয়া। সোলার এক্সপোর্ট, ডায়ামন্ডস আর, স্টেলার ডায়ামন্ড ইত্যাদি ভুয়ো সংস্থার নাম করে তিনি দিনের পর দিন ব্যাঙ্কের চোখে ধুলে দিয়ে ঋণ হাতিয়েছেন।

আয়কর কত দেওয়া হয়?

আয়কর কত দেওয়া হয়?

সংস্থায় অংশিদারির ভিত্তিতেও নীরব খুবই অল্প নিজেকে সামনে আনতেন বলে খবর। ভুয়ো ওই তিনটি সংস্থা সোলার এক্সপোর্ট, ডায়ামন্ডস আর, স্টেলার ডায়ামন্ড আয়কর দিয়েছিল ৯৩০ টাকা, ৪৩১ টাকা ও ৬২০ টাকা মাত্র। তারপরও কেন সরকারের চোখ খোলেনি তখন তা নিয়েউঠছে প্রশ্ন।

English summary
Is Nirav Modi in Dubai Now,Question Arises on His Strategy of Scame.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X