For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশের বুকে মোদী কি সফল, সমীক্ষার ফল চমকপ্রদ

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশের বুকে মোদী কি সফল, সমীক্ষার ফল চমকপ্রদ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কি মোদী সরকার সঠিক পদক্ষেপ নিয়ে এগোচ্ছে! নাকি এই যুদ্ধ পরিচালনায় গলদ রয়ে যাচ্ছে তাঁর সিদ্ধান্তে! তা নিয়েই সম্প্রতি এক সমীক্ষার করেছিল সংবাদ সংস্থা আইএএনএস এবং পোলিং এজেন্সি সি ভোটার। সেই সমীক্ষায় উঠে আছে, ৮৩.৫ শতাংশ মনে করছেন, মোদী সরকার ঠিক পথেই এগোচ্ছে।

করোনা সংক্রমণ রোধে মোদী সরকার, সমীক্ষা

করোনা সংক্রমণ রোধে মোদী সরকার, সমীক্ষা

সমীক্ষা অনুযায়ী, মাত্র ৯.৪ শতাংশ এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন, গত সপ্তাহের তুলনায় ৪.৩ শতাংশ হ্রাস পেয়েছে এই সংখ্যা। সংবাদ সংস্থা আইএনএস এবং পোলিং এজেন্সি সি-ভোটার এই সমীক্ষা চালায় ১১৮৭ জনের মধ্যে। ২২ থেকে ২৭ মার্চ এই সমীক্ষা চালানো হয়েছিল। উল্লেখ্য, নরেন্দ্র মোদী সরকারের করোনা ভাইরাস সংক্রমণ রোধে সঠিক পদক্ষেপে রেটিং আগের সপ্তাহে 70 শতাংশ ছিল। এই সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৪.১ শতাংশ।

আতঙ্কের সূচক কোথায় দাঁড়িয়ে

আতঙ্কের সূচক কোথায় দাঁড়িয়ে

আইএএনএস-সি ভোটার কোভিড ট্র্যাকার অনুসারে আতঙ্কের সূচকটি ২৯ মার্চ শেষ হওয়া সপ্তাহে মাত্র ২২ শতাংশ। আতঙ্কের সূচকটি ২৩ শে মার্চ শেষ হওয়া সপ্তাহের তুলনায় কমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় লকডাউন ঘোষণার এক সপ্তাহের মধ্যেই এই প্রবণতা দেখা দিয়েছে দেশে।

ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়

ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়

লোকেরা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ৪৮.৩ শতাংশ একমত হয়েছেন। গত সপ্তাহের তুলনায় এটি ৯.২ শতাংশ বেড়েছে। পরিবর্তে, যারা অসম্মতি প্রকাশ করেছেন তাদের সংখ্যা গত সপ্তাহে ৫৯.৫ শতাংশ থেকে কমে ৪৬.৫ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ১৩ শতাংশ হ্রাস পেয়েছে

করোনা ভাইরাসের ভয় অতিরঞ্জিত

করোনা ভাইরাসের ভয় অতিরঞ্জিত

করোনা ভাইরাসের ভয় অতিরঞ্জিত হওয়ার বিষয়ে এখন একমত হওয়া লোকের সংখ্যা গত সপ্তাহের তুলনায় ২৫.৭ শতাংশ হ্রাস পেয়েছে। চলতি সপ্তাহে, এই প্রস্তাবের সাথে একমত ব্যক্তিদের সংখ্যা গত সপ্তাহের তুলনায় ১৫.৪ শতাংশ কমে ৪৪.৩ শতাংশে দাঁড়িয়েছে। যারা একমত নন তারা স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে খুব কম লোকই মনে করে ভয় অতিরঞ্জিত হচ্ছে।

ঘটনা ঘটলে আশাবাদ সূচক

ঘটনা ঘটলে আশাবাদ সূচক

যাইহোক, জাতীয় লকডাউন-সহ গত সপ্তাহে বেশ কয়েকটি জীবন-পরিবর্তনের ঘটনা ঘটলে আশাবাদ সূচকটি ৩.৩ শতাংশ কমে ৩৯.৯ শতাংশে দাঁড়িয়েছে, যারা মনে করেন যে আগামী মাসে পরিস্থিতি আরও উন্নত হবে। ৫.৫ শতাংশ উত্তরদাতারা মনে করেন পরিস্থিতি আরও উন্নত হবে এবং ১৭.৬ শতাংশ মনে করেন এটি আরও খারাপ হবে।

পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা

পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা

পরিচ্ছন্নতা সম্পর্কে আরও সচেতন হওয়ার বিষয়ে ৮৭.২ শতাংশ উত্তরদাতা বলেছেন, হ্যাঁ পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। গত সপ্তাহের তুলনায় এই সংখ্যা ১৫.৭ শতাংশ বেড়েছে। আইএএনএস সি ভোটার কোভিড ট্র্যাকারের মতে, ৬৮.৭ শতাংশ তিন সপ্তাহেরও কম সময় ধরে স্টক আপ করেছেন। ৩১.৪ শতাংশ ইতিমধ্যে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করছেন।

English summary
Is Narendra Modi government is handling the coronavirus crisis well? As many as 83.5 per cent respondents agreed with Modi government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X