For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কম টেস্টিংয়েই কমছে আক্রান্তের সংখ্যা? প্রশ্নের মুখে যোগী সরকার

কম টেস্টিংয়েই কমছে আক্রান্তের সংখ্যা ? প্রশ্নের মুখে যোগী সরকার

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে রীতিমত ভাঙনের মুখে ভারতের স্বাস্থ্যকাঠামো। অক্সিজেন ও কোভিড-শয্যার অভাবের পাশাপাশি ভ্যাকসিনের অভাবের কথা জানিয়েছে বহু রাজ্য। এমতাবস্থায় গত ক'দিনে উত্তরপ্রদেশের নতুন আক্রান্তের সংখ্যায় ভাটা দেখা যাওয়ায় চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদের। সারা ভারতে যখন করোনার আক্রমণে ত্রাহি ত্রাহি রব, তখন উত্তরপ্রদেশের সংক্রমণে ভাটার কারণ যে কম টেস্টিং, সে কথা তুলে ধরছে স্বাস্থ্যমন্ত্রকের হিসাব!

২৪শে এপ্রিলের পর থেকে কমল টেস্টিংয়ের সংখ্যা

২৪শে এপ্রিলের পর থেকে কমল টেস্টিংয়ের সংখ্যা

উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুসারে, গত ২৪শে এপ্রিলের পর থেকে রাজ্যে কমেছে নয়া সংক্রমণ। পাল্লা দিয়ে কমেছে টেস্টিংয়ের সংখ্যাও। ২৫শে এপ্রিল যোগীর রাজ্যে প্রায় ২.২৯ লক্ষ টেস্টিং হলেও দু'দিনের মাথায় তা প্রায় ২০% কমে যায়। স্বভাবতই ২৪শে এপ্রিল যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮,০০০, ২৪শে এপ্রিল তা কমে হয় ৩০,০০০।

 তুঙ্গে করোনা পজিটিভিটি রেট!

তুঙ্গে করোনা পজিটিভিটি রেট!

নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা কমলেও টেস্টিংয়ের সংখ্যাও পাল্লা দিয়ে কমেছে। ফলে উত্তরপ্রদেশে করোনা পজিটিভিটি হার যে যথেষ্ট বেশি, তা জানিয়েছেন করোনাবিদরা। অন্যদিকে বৃহস্পতিবার টেস্টিংয়ের সংখ্যা পুনরায় ২.২৫ লক্ষের গন্ডি ছোঁয়ার সাথে সাথেই বেড়েছে নব আক্রান্তের সংখ্যা, বৃহস্পতিবারেই সর্বাধিক মৃত্যু হয়েছে ২৯৮ জনের!

 বাজছে মৃত্যু ঘন্টা

বাজছে মৃত্যু ঘন্টা

গত ২৪ ঘন্টায় উত্তরপ্রদেশের লখনৌয়ে আক্রান্ত হয়েছেন ৪,১২৬ জন, মারা গেছেন ৩৭ জন। উত্তরপ্রদেশের রাজ্য স্বাস্থ্য দফতরের হিসাব বলছে, কানপুরে আক্রান্ত হয়েছেন ১,৮৯৬ জন, বারাণসীতে ১,৫৯৮ জন, গৌতম বুদ্ধ নগরে ১,৪৭৮ জন, এলাহাবাদ ৯৮৪ জন, মীরাটে ৯৬৫ ও গাজিয়াবাদে আক্রান্তের সংখ্যা ৮৯৮ জন। স্বাভাবিকভাবেই ঘনবসতিপূর্ণ উত্তরপ্রদেশে বেলাগাম করোনায় আতঙ্ক বাড়ছে জনমানসে।

 করোনার থাবায় মৃত সরকারি আধিকারিকরা

করোনার থাবায় মৃত সরকারি আধিকারিকরা

উত্তরপ্রদেশে মোট সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে লখনৌ (৪৬,২৯৯ জন সক্রিয় আক্রান্ত)। কানপুরে সক্রিয় আক্রান্ত ১৮,০১৭ জন, বারাণসীতে ১৫,৮৯৭ জন ও প্রয়াগরাজে ১৪,১৬১ জন। অন্যদিকে করোনার আক্রমণে মৃত্যু হচ্ছে একের পর এক স্বনামধন্য ব্যক্তিত্বের। বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আইএএস অফিসার দীপক ত্রিবেদী। মারা গেছেন রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান ও বাদাউনের সহ জেলাশাসক কিশোর গুপ্তা।

বেআইনিভাবে রেমডেসিভির বিতরণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টেরবেআইনিভাবে রেমডেসিভির বিতরণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টের

English summary
The number of victims is decreasing with less testing? Yogi government in question
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X