For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন ৫ কি আসন্ন! রবিবার কোন সময়ে ঘোষণা করতে পারেন মোদী

লকডাউন ৫ কি আসন্ন! রবিবার কোন সময়ে ঘোষণা করতে পারেন মোদী

  • |
Google Oneindia Bengali News

লকডাউন ৪.০ এর পর এবার লকডাউন ৫ কি আসন্ন? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। দেশবাসীর মনে এখন লকডাউন ঘিরে জল্পনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে ফের নতুন করে লকডাউনের বিধি নিষেধ নিয়ে বার্তা আসতে পারে বলে খবর।

 রবিবার ক'টার সময়?

রবিবার ক'টার সময়?

রবিবার সকাল ১১ টা নাগাদ টমন কী বাত' অনুষ্ঠান সম্প্রচারিত হতে চলেছে দেশে। বেতার থেকে টিভি , একাধিক জায়গায় এই সম্প্রচার চলবে। এমন পরিস্থিতিতে গোটা দেশ মুখিয়ে রয়েছে লকডাউনের বার্তা শোনার জন্য।

লকডাউনের পরিস্থিতি

লকডাউনের পরিস্থিতি

লকডাউন যদি আরও বাড়ানোর হয়, তাহলে ১১ টি শহরে তার বিশেষ প্রভাব পড়তে পারে। এমনই কথা জানানো হয়েছে। দেশের ১১ টি শহরকে নজরে রেখে লকডাউন ৫ নিয়ে সরকার ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বলে খবর।

 কোন কোন শহর রয়েছে লকডাউন ৫ এর ফোকাসে?

কোন কোন শহর রয়েছে লকডাউন ৫ এর ফোকাসে?

জানা গিয়েছে, বেঙ্গালুরু, সুরত, কলকাতা, দিল্লি, মুম্বই, পুনে, থানে, ইন্দোর, চেননাই, আমেদাবাদ, জয়পুরকে নিয়ে বিশেষভাবে চিন্তিত সরকার। ফলে এই শহরগুলিকে ফোকাসে রেখেই হবে লকডাউন ৫ এর ঘোষণা।

 ভারতের পরিস্থিতি

ভারতের পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগে রেখেছে দেশকে। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭০ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৩৮৭ জন।দেশে মোট আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টার হিসাব ধরে পার করেছে দেড় লাখ। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৫১৭৬৭ জন। আক্রান্তদের মধ্যে ৮৩০০৪ জন অ্যাকটিভ কেস। ৬৪৪২৫ জন সুস্থ হয়ে উঠেছেন দেশে।

এ যেন সত্যি প্রলয়ের বছর! চারদিন ধরে জ্বলছে উত্তরাখণ্ডের বনাঞ্চল, একসঙ্গে ৪৬টি দাবানলএ যেন সত্যি প্রলয়ের বছর! চারদিন ধরে জ্বলছে উত্তরাখণ্ডের বনাঞ্চল, একসঙ্গে ৪৬টি দাবানল

English summary
Is Lockdown 5 coming, Modia may announce it in Mann ki Baat on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X