For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রবাবুর মতো রামবিলাসও বিজেপিকে বার্তা দিলেন! আবার কি ভাঙনের মুখে এনডিএ

এনডিএ-র এক জোটসঙ্গী লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান বিজেপিকে সমঝে দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

প্রথমে বেশ কয়েকবার সমালোচনা ও হুমকির পরে অবশেষে গত সপ্তাহে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে এন চন্দ্রবাবু নাইড়ুর দল তেলুগু দেশম পার্টি। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা দাবি নিয়ে বিরোধের জেরেই টিডিপি কেন্দ্রের সরকার ছেড়ে বেরিয়ে এসেছে।

আবার কি ভাঙনের মুখে এনডিএ

এদিকে এনডিএ-র এক জোটসঙ্গী লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান বিজেপিকে সমঝে দিয়েছেন। বিহার ও উত্তরপ্রদেশে সাম্প্রতিক নির্বাচনে বিজেপির ফলাফলকে সামনে রেখেই পাসোয়ান বিজেপি নেতাদের আরও সাবধানী ও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন।

রামবিলাসের কথায়, এনডিএ-র কিছু নেতা মাঝেমধ্যে এমন মন্তব্য করছেন যাতে মনে হচ্ছে এই জোট সমাজের একটি শ্রেণির মানুষের বিরুদ্ধে চলে গিয়েছে।

বিহারের আরারিয়া কেন্দ্রে লোকসভা উপনির্বাচনের প্রচারের সময় বিজেপির রাজ্য সভাপতি নিত্যানন্দ রাই আরজেডি প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, এই কেন্দ্রে আরজেডি জিতলে এলাকা আইএস জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠবে।

সেই ঘটনার পরে নিত্যানন্দের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। একইভাবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-ও আরারিয়ায় হারের পর সেই এলাকাকে সন্ত্রাসের আঁতুরঘর বলে চিহ্নিত করেছেন। যা নিয়েও বিস্তর বিতর্ক হয়।

পাসোয়ানের বক্তব্য, বিহারে বিজেপির খুব বেশি শক্তি নেই। সেটা মানা যেতে পারে তবে গোরক্ষপুরে বিজেপির হার বিপদের লক্ষণ। সরকারে থেকেও দল দুটি লোকসভা আসনেই হেরে গিয়েছে। কংগ্রেসের উদাহরণ টেনে পাসোয়ান বলেছেন, ওদের দেখে আমাদের শিখতে হবে। এতবছর কংগ্রেস সরকারে থেকেছে দলিত, ব্রাহ্মণ ও মুসলমানদের সমর্থন নিয়ে। অথচ তাদের জন্য কোনও কিছুই করেনি কংগ্রেস।

টিডিপি প্রসঙ্গে রামবিলাস পাসোয়ানের বক্তব্য, আগামী বছর বিধানসভা নির্বাচনে ফায়দা তুলতেই টিডিপি কেন্দ্রে সরকার ছেড়ে বেরিয়ে এসেছে। তাদের দাবি কোনও সরকারের পক্ষেই মানা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। তবে তিনি প্রয়োজন হলে সরকার ছেড়ে বেরিয়ে আসবেন কিনা তা নিয়ে স্পষ্ট করে মুখ খোলেননি পাসোয়ান।

প্রসঙ্গত, টিডিপির পরে হিন্দুস্তান আবাম মোর্চা জিতনরাম মাঝির নেতৃত্বে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে। বিহারের ফলাফলে তার সরাসরি প্রভাব পড়েছে। আর কোন কোন দল এনডিএ ছেড়ে বেরিয়ে আসে সেটাই এখন দেখার।

English summary
Union minister Ram Vilas Paswan asked the NDA leaders to desist from making off-the-cuff remarks and be 'more tactful' during elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X