For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের 'নরম হিন্দুত্ব ' নীতিই কি চাপে ফেলল বিজেপিকে! কীভাবে অস্ত্রে শান দিচ্ছে রাহুল শিবির

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালের ময়দানে বাজিমাত করে ফেলেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরে থাবা বসিয়ে 'হাত' শক্ত করে ফেলেছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালের ময়দানে বাজিমাত করে ফেলেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে ফলাফলে পদ্ম শিবিরের আঁতুর ঘরে থাবা বসিয়ে 'হাত' শক্ত করে ফেলেছে কংগ্রেস। এবার পালা ২০১৯ লোকসভা নির্বাচনের। তার আগে, বিভিন্ন নীতির মধ্যে বিজেপির 'হিন্দুত্ব'নীতি নিয়ে পাল্টা চাল চেলে 'নরম হিন্দুত্ব' নীতি নিয়ে এগিয়েছে রাহুল ব্রিগেড। রাজনৈতিক বিশেষজ্ঞদেপ দাবি, রাহুলের নরম হিন্দুত্বে ভর করেই সেমিফাইনালে এগিয়ে গিয়েছে কংগ্রেস। কীভাবে এই 'নয়া হিন্দুত্ব'নীতি নিয়ে কংগ্রেস জমি শক্ত করছে , তা দেখে নেওয়া যাক।

হিন্দুত্ববাদ ও বিজেপি-কংগ্রেস

হিন্দুত্ববাদ ও বিজেপি-কংগ্রেস

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিন্দুত্ববাদ বিতর্কে দেশের বিভিন্ন অংশে প্রচার চালিয়েছে বিজেপি। ভোটব্যাঙ্কের রাজনীতিতে কোথাও কোথাও উগ্রহিন্দুত্ববাদের রাজনীতিও বহু জায়গায় উস্কানি পেয়েছে। গোরক্ষক ইস্যুতে বহু জায়গায় সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছে। বিজেপি তথা গেরুয়া শিবির যখন হিন্দুত্ববাদকে নিজের অন্যতম হাতিয়ার হিসাবে পোক্ত করছে, তথন রাহুল গান্ধী নরম হিন্দুত্ববাদের রাস্তা দেখিয়েছেন কংগ্রেসকে। এই হিন্দুত্ববাদ গোঁড়ামি মুক্ত তথা হিন্দুভাবাবেগকে সঙ্গে নিয়ে এগিয়েছে।

রাহুল গান্ধী ও 'টেম্পল রান'!

রাহুল গান্ধী ও 'টেম্পল রান'!

গুজরাতের মন্দিরে রাহুলের প্রবেশ থেকে মানস সরোবরে রাহুলের তীর্থযাত্রা। এই সমস্ত প্রসঙ্গে বিজেপি একাধিকবার কটাক্ষ করেছে কংগ্রেস সভাপতিকে। মন্দিরে রাহুলের প্রবেশকে 'টেম্পল রান' গেমের সঙ্গেও তুলনা করা হয়েছিল! তবে, এই সমস্ত কিছুকেই রাহুলের 'নরম হিন্দুত্ববাদ'-এর অঙ্গ হিসাবে ধীরে ধীরে তৈরি করেছে কংগ্রেস শিবির।

'নরম হিন্দুত্ববাদের' উদ্দেশ্য

'নরম হিন্দুত্ববাদের' উদ্দেশ্য

রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস শিবির তাঁদের নরম হিন্দুত্ববাদের মাধ্যমে এক অংশের মানুষকে আকর্ষণ করেছেন , যাঁরা কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী নন অথচ ধর্মাচার পালনকে শ্রদ্ধা করেন। এই সংখ্যক মানুষের মধ্যে হিন্দু সম্প্রদায়েরও একটা বড় অংশ রয়েছে বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এঁদের সঙ্গে নিয়েই ভোটব্যাঙ্ক ক্রমেই এগিয়েছে কংগ্রেস।

আগামীর রুটম্যাপ

আগামীর রুটম্যাপ

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর অনেকেই মনে করছেন বিজেপি-র হিন্দুত্ব নীতি পাল্টা বুমেরাং হয়ে গিয়েছে ! যে নীতি গেরুয়া শিবিরের ধারালো অস্ত্র ছিল তাকেই কার্যত নিজের পক্ষে এনে হাতিয়ার করে ফেলেছে কংগ্রেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি আগামী দিনে এই ইস্যুতে আরও ঠাণ্ডা মাথায় ঘুঁটি সাজাবে রাহুল শিবির।

English summary
Is Congress's Hindutva Strategy makes Rahul Brigade Election strong,question arises.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X