For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপি কি ভয় পেয়েছে!' অখিলেশকাণ্ডে ফুঁসে উঠলেন বুয়া-ভাতিজা, টুইট-বাণ মমতার

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে এলাহাবাদে যাওয়ার পথে এদিন আটকে দেয় বিজেপি শাসিত রাজ্যপ্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে এলাহাবাদে যাওয়ার পথে এদিন আটকে দেয় বিজেপি শাসিত রাজ্যপ্রশাসন। যোগী সরকারেরদাবি, পুলিশ এদিন আইন শৃঙ্খলার কারণে অখিলেশকে আটকাতে বাধ্য হয় লখনউ বিমানবন্দরে। আর সেই ঘটনা ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে যোগীরাজ্যে। দলীয় নেতাকে এভাবে হেনস্থার ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছে সপা কর্মীরা। অন্যদিকে চরম ক্ষোভে ফেটে পড়েন অখিলেশও। এদিন 'ভাতিজা'র ওপর হামলায় ক্ষোভে ফুঁসে ওঠেন সমাজাবাদী পার্টির এককালের চরম প্রতিদ্বন্দ্বী বিএসপি সুপ্রিমো মায়াবতী।

অখিলেশ যা বলেছেন..

এদিন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন অখিলেশ। আর তার আগেই তাঁকে আটকানো হয়। অখিলেশ গোটা বিষয়টি নিয়ে জানান,'এলাহাবাদ বিশ্বিবিদ্যালয়ের নির্বাচনকে নিজের নির্বাতন বলে মনে করে বিজেপি।'

৩ টি বোমা বিস্ফোরণ

অখিলেশের দাবি যেখানে স্টেড ছিল সেখানে ৩ টি বোমা বিস্ফোরণ হয়। অখিলেশের দাবি প্রশাসনের মদতে এই বোমা বিস্ফোরণ করা হয়।

মায়াবতীর দাবি

মায়াবতী এদিন গোটা কাণ্ডে মুখ খুলেই প্রশ্ন তুলেছেন 'বিজেপি কি ভয় পেয়েছে?' তাঁর দাবি উত্তরপ্রদেশের বিজেপি সরকার কুম্ভমেলা নিয়েও একই রকমের রাজনীতি করছে।

টুইটবাণ মমতার

এদিন অখিলেশকাণ্ড নিয়ে টুইট করে বিজেপি সরকারকে বিদ্ধ করতে ছাড়েননি মমতাও। মমতা বন্দ্যোপাধ্যায় জানান তাঁর সঙ্গে অখিলেশ যাদবের কথা হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে ধিক্কার জানান টুইট বার্তায়।

[আরও পডুন:উত্তরপ্রদেশে 'আটক' অখিলেশ যাদব, ধুন্ধুমার পরিস্থিতি ঘিরে ফুঁসে উঠলেন যোগী][আরও পডুন:উত্তরপ্রদেশে 'আটক' অখিলেশ যাদব, ধুন্ধুমার পরিস্থিতি ঘিরে ফুঁসে উঠলেন যোগী]

English summary
"Is BJP So Afraid?" Mayawati After Akhilesh Yadav Is Stopped At Airport.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X