For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার থেকে সুস্থ হওয়া রোগী কি সত্যিই বিপন্মুক্ত! কী বলছেন বিশেষজ্ঞরা

করোনার থেকে সুস্থ হওয়া রোগী কি সত্যিই বিপন্মুক্ত! কী বলছেন বিশেষজ্ঞরা

  • |
Google Oneindia Bengali News

চিন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এমন রোগী দেখা গিয়েছে যাঁরা করোনা ভাইরাসের টেস্টিং -এ নেগেটিভ হয়েও পরবর্তীকালে পজিটিভ হিসাবে উঠে এসেছেন টেস্টে। এমন পরিস্থিতিতে করোনা ইস্যুতে বিশেষজ্ঞরা দিচ্ছেন বড়সড় বার্তা।

করোনা আক্রান্তদের নিয়ে আশঙ্কা

করোনা আক্রান্তদের নিয়ে আশঙ্কা

প্রতিটি রোগে অসুস্থদেরই একটি নির্দিষ্ট পদ্ধতিতে সারিয়ে তোলা হয়। তবে করোনা রোগীদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা হাসপাতাল থেকে একটু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাঁদের ঘিরে একাধিক পদক্ষেপ প্রয়োজনীয়।

চিন:হাসপাতাল থেকে কীভাবে মুক্তি দেওয়া হচ্ছে?

চিন:হাসপাতাল থেকে কীভাবে মুক্তি দেওয়া হচ্ছে?

চিনে হাসপাতাল থেকে করোনা রোগীদের মুক্তি দিতে হলে , দেখা হচ্ছে তিনি শেষ তিনদিন কোনও শ্বাসকষ্টে ছিলেন কী না, বা তাঁর শেষ তিন দিনে জ্বর ছিল কী না! এমন পরিস্থিতিতে করোনা রোগীরা ছাড়া পেলেও, তাঁদের বাড়িতে রাখা নিয়ে ব্যাপক সতর্কতার দাবি করছেন চিকিৎসকরা।

 হাসপাতাল থেকে যাঁরা ফিরছেন , তাঁদের নিয়ে সতর্কতা!

হাসপাতাল থেকে যাঁরা ফিরছেন , তাঁদের নিয়ে সতর্কতা!

করোনার থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে যাঁরা ফিরছেন, তাঁদের বাড়িতেও যেন কোয়ারেন্টাইনে রাখা হয়, এমনই নির্দেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এঁদের বাড়ির মধ্যে রেখেও , আলাদাভাবে রাখতে হবে। অন্তত ১৪ দিন এভাবে রাখলেই সংকট মুক্তি হতে পারে।

 এরপর কী করতে হবে?

এরপর কী করতে হবে?

যে কোনও করোনা রোগী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর যেন অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করেন। এরপর তাঁকে ফের একবার হাসপাতালে টেস্টিং করাতে হবে। চিকিৎসকরা বলছেন, এরপরই জানা যাবে যে করোনা সত্যিই সেই রোগীর দেহ থেকে সেরেছে কী না।

English summary
Is a Covid-19 patient really coronavirus-free, here is the latest update .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X