গম্ভীরের পর এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন ক্রিকেটার ইরফান পাঠান!
টিম ইন্ডিয়ায় একদা সতীর্থ গৌতম গম্ভীর কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিতে দিল্লি থেকে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন। এবার আর এক ক্রিকেটার ইরফান পাঠানও রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন। মঙ্গলবার গুজরাতের ভদোদরায় ভোট দিয়ে ইরফান খান জানান, তিনিও দেশের সেবা করতে চান।

ভোট দিয়ে বেরিয়ে এসে ইরফান বলেছেন, আমি দেশের জন্য ক্রিকেট খেলেছি। এখন দেশের প্রয়োজনে সেবা করতে চাই। গম্ভীরকেও নতুন রাজনৈতিক ইনিংসের জন্য ধন্যবাদ জানিয়েছেন পাঠান।
বিজেপি গৌতম গম্ভীরকে পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে। কংগ্রেস প্রার্থী অরবিন্দর সিং লাভলির বিরুদ্ধে লড়ছেন গম্ভীর।
প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরে গম্ভীর বলেছেন, আমি দেশের জন্য কিছু করতে চাই। প্রধানমন্ত্রী যা কিছু দেশের জন্য করেছেন, আমি সৎ থেকে তা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।
এখন ঘটনা হল, ইরফান পাঠান কোন দলে যোগ দেন তা তিনি স্পষ্ট করেননি। তাঁর ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।