For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রোগীকে ক্যাশলেস চিকিৎসার সুযোগ না দিলে হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

করোনা রোগীকে ক্যাশলেস চিকিৎসার সুযোগ না দিলে হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

Google Oneindia Bengali News

বিমা নিয়ামক সংস্থা আইআরডিএআই হাসপাতালগুলির কাছে অনুরোধ জানিয়েছে যে করোনা ভাইরাস চিকিৎসায় নগদহীন সুবিধা দেওয়া হোক এবং বিমা অনুযায়ী যদি করোনা রোগীর বন্দোবস্ত এবং সুযোগ–সুবিধা না দেওয়া হয় তবে সেই হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

করোনা রোগীকে ক্যাশলেস চিকিৎসার সুযোগ না দিলে হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা


মঙ্গলবার আইআরডিএআই–এর পক্ষ থেকে বলা হয়েছে, পরিষেবা স্তরের চুক্তির (‌এসএলএ)‌ অন্তর্গত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সংশ্লীষ্ট সাধারণ ও স্বাস্থ্য বিমার পক্ষ থেকে দ্রুত হাসপাতালগুলির বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্য বা অঞ্চলের উপযুক্ত সরকারী এজেন্সিগুলিতে রিপোর্ট করতে বলা হয়েছে। জীবন বিমার ওয়েবসাইটে এই পদক্ষেপগুলি প্রকাশিত করা হতে পারে।

আইআরডিএআই এক বিবৃতি পেশ করে বলেছে, '‌আইআরডিএআই (স্বাস্থ্য বিমা) বিধিমালা, ২০১৬–এর ৩১ (ডি) এর বিধান অনুসারে, সাধারণ ও স্বাস্থ্য বিমা সংস্থাগুলি ভৌগলিক প্রসার জুড়ে সরকারী ও বেসরকারী খাতের স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের সঙ্গে চুক্তি করার প্রত্যাশা করছে।’‌ বিবৃতিতে আরও বলা হয়েছে, '‌"বিমা সংস্থা যার সঙ্গে পরিষেবা স্তরের চুক্তিতে প্রবেশ করেছে সেই নেটওয়ার্ক সরবরাহকারী (হাসপাতাল) এর তালিকা বিমাকারী এবং টিপিএ (তৃতীয় পক্ষ প্রশাসক) এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

আইআরডিএআই জানিয়েছে যে এ ধরনের পরিষেবা স্তরের চুক্তি যখন হাসপাতালের ভেতর প্রবেশ করে, তখন এটা খুবই প্রয়োজনীয় যে এ ধরনের হাসপাতাল রোগীকে নগদহীন সুযোগ–সুবিধা প্রদান করবে যে কোনও ধরনের চিকিৎসার ক্ষেত্রে। কারণ এটা এসএল–এর সম্মতিযুক্ত বিধান ও বিমার নীতি–চুক্তির শর্ত। ‌

শুধু করোনা নয়, ইন্টারনেটেও ছড়িয়ে চিনা ভাইরাসের জাল! বেজিংয়ের মাস্টারপ্ল্যান ফাঁস তাইওয়ানেরশুধু করোনা নয়, ইন্টারনেটেও ছড়িয়ে চিনা ভাইরাসের জাল! বেজিংয়ের মাস্টারপ্ল্যান ফাঁস তাইওয়ানের

English summary
irdai will take action against the hospital not provide cashless opportunity for the treatment of covid patients
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X