For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস যাত্রীদের কিসের 'ক্ষতিপূরণ' দিচ্ছে রেল! জানুন কারণ

  • |
Google Oneindia Bengali News

না কোনও দুর্ঘটনার জন্য নয়! আমেদাবাদ-মুম্বই তেজাস এক্সপ্রেসের যাত্রীদের এবার ক্ষতিপূরণ দেওয়া হল অন্য এক কারণে। যা ভারতীয় রেলে অভূতপূর্ব। যদিও এমন প্রতিশ্রুতি তেজস এক্সপ্রেস ঘিরে প্রথম থেকেই এসেছিল, তবে এবার আমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেসের যাত্রীদের দিয়েই শুরু হল এই প্রতিশ্রুতি পালনের পালা।

কেন ক্ষতিপূরণ?

কেন ক্ষতিপূরণ?

দেশের এই মুহূর্তের সবচেয়ে দ্রুততম ট্রেন তেজস এক্সপ্রেস। আইআরটিসি নিয়ন্ত্রিত এই ট্রেন দেরি করলেই তার ক্ষতিপূরণ মিলবে বলে আগেই দাবি করেছিল ভারতীয় রেল। আর সেই দাবি মতোই আমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস দেরি করতেই যাত্রীদের ক্ষতিপূরণ দিল রেল।

কতক্ষণ দেরি করে তেজস?

কতক্ষণ দেরি করে তেজস?

রেল সূত্রের খবর আমেদাবাদ -মুম্বই তেজস এক্সপ্রেস দেরি করেছে ১ ঘণ্টা ৩০ মিনিটের জন্য। আমেবাদাবাদ থেকে মুম্বইয়ে প্রবেশ করতে গিয়েই হয়ে যায় 'লেট'! আর তারপরই যাত্রীদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রেল মন্ত্রক।

কোন পথে ক্ষতিপূরণ মিলবে?

কোন পথে ক্ষতিপূরণ মিলবে?

জানুয়ারি মাসের ১৯ তারিখের এই ঘটনার জন্য় ওই ট্রেনের যাত্রীদের সঠিক পরিচিতি দিয়ে 'রিফান্ড' এর জন্য আবেদন করতে হবে। আর তারপরই মিলবে ক্ষতিপূরণের অর্থ। এমনই জানিয়েছে রেল। জানা গিয়েছে,ট্রেনে যান্ত্রিক ত্রুটির জন্যই ভয়ন্ডার ও দহিসার স্টেশনের মাঝে সমস্যা শুরু হয়েছিল। আর তারজন্যই দেরি হয় গন্তব্য়ে পৌঁছতে।


English summary
IRCTC to pay compensation to Ahmedabad-Mumbai Tejas Express passengers , know the reason .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X