For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর সময়ে এই ট্রেনের যাত্রীদের জন্য থাকছে খাবারের এলাহি আয়োজন

দুর্গাপুজো ও নবরাত্রির উদযাপনের সঙ্গে সঙ্গে দেশজুড়ে উৎসবের মেজাজ তুঙ্গে। দুর্গাপুজো উপলক্ষ্য়ে এর আগে এক বেসরকারি বিমান পরিষেবা সংস্থাও তাদের বিমানে খাবারের মেনুতে বেশ কিছু বাঙালি পদ রেখেছিল।

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজো ও নবরাত্রির উদযাপনের সঙ্গে সঙ্গে দেশজুড়ে উৎসবের মেজাজ তুঙ্গে। দুর্গাপুজো উপলক্ষ্য়ে এর আগে এক বেসরকারি বিমান পরিষেবা সংস্থাও তাদের বিমানে খাবারের মেনুতে বেশ কিছু বাঙালি পদ রেখেছিল। এবার পালা ভারতীয় রেলের। উৎসবের মরশুমে বেশ কিছু ট্রেনে থাকছে খাবারের বিশেষ আয়োজন।

[আরও পডুন:রাস্তায় আঁকা 'নকশী' আলপনা, চোখের আরামে সমাজসেবীর নতুন চমক][আরও পডুন:রাস্তায় আঁকা 'নকশী' আলপনা, চোখের আরামে সমাজসেবীর নতুন চমক]

পুজোর সময়ে এই ট্রেনের যাত্রীদের জন্য থাকছে খাবারের এলাহি আয়োজন

ভারতের পূর্বের রাজ্যগুলিতে চলাচলকারী ট্রেনে দুর্গাপুজো উপলক্ষ্য়ে বিশেষ কিছু বন্দোবস্ত করা হয়েছে। বলা হয়েছে, পুজো উপলক্ষ্যে সমস্ত রেল স্টেশনের ফুড প্লাজা ঢেলে সাজাতে। রেলে পানীয় ও মিষ্টিরও ঢালাও বন্দোবস্ত করা হচ্ছে বলে সূত্রের খবর।

পুজোর সময়ে এই ট্রেনের যাত্রীদের জন্য থাকছে খাবারের এলাহি আয়োজন

রাজধানী ও দুরন্তের মেনুতে বিশেষ কিছু খাবারের বন্দোবস্ত করা হয়েছে। এক সর্বভারতীয় ইংরাজি মাধ্য়মের তথ্য অনুযায়ী, ট্রেনের খাবারের মেনুতে উৎসবের মরশুমে জায়গা করে নিতে চলেছে শাহি মুর্গ, পনীর কোর্মা, মুগ ডাল, ঘি, সুলতানা পোলাও । তবে এই আয়োজন সপ্তমীর জন্য। অষ্টমীর দিন থাকছে চিকেন বা পনির রেজালা, ডাল মাখানি, সব্জি পোলাও ,আইসক্রিম। নবমীতে থাকছে মুর্গ দোপেঁয়াজা বা মটর পনীর, কড়াইশুঁটির পোলাও। দশমীতে মখনওয়ালি মুর্গ বা পনীর , চানা ডাল, ঘি ভাত, গুলাব জামুন, আইস ক্রিম।

যে সমস্ত ট্রেনে এই বিশেষ খাবারের ব্যাবস্থা করা হচ্ছে সেগুলি হল,
হাওড়া-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস
হাওড়া-শিয়ালদহ থেকে দিল্লি দুরন্ত এক্সপ্রেস
হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস
শিয়ালদহ-পুরি দুরন্ত এক্সপ্রেস
হাওড়া-দীঘা এসি এক্সপ্রেস

English summary
The Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) has planned a special menu for the passengers at all the food plazas at major railway stations in the east during Durga Puja. The passengers can also enjoy a complimentary drink or dessert with the meal which they have ordered, claimed a report.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X