For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলের বিলাসবহুল 'স্যলুন কোচ' চালু হল, তাক লাগানো আন্দরমহলে এই সুবিধাগুলি থাকছে

দেখে নেওয়া যাক , এই তাক লাগানো কোচের অন্দরমহল। কী কী সুবিধা থাকছে এখানে জেনে নেওয়া যাক।

  • |
Google Oneindia Bengali News

ভারতে পর্যটনকে আরও বেশি উন্নত করতে এবার নয়া উদ্যোগ নিল ভারতীয় রেল। সাধারণ মানুষকে বিলাসবহুল কোচের সুখ পাইয়ে দিতে চালু হল, ভারতীয় রেলের বিলাসবহুল কোচের যাত্রা শুরু হল। দেখে নেওয়া যাক , এই তাক লাগানো কোচের অন্দরমহল। কী কী সুবিধা থাকছে এখানে জেনে নেওয়া যাক।

যেভাবে বর্ণনা করেছে রেল

যেভাবে বর্ণনা করেছে রেল

রেলমন্ত্রকের তরফে এদিন সকালে চুইট করে স্যলুন কোচের ছবি পোস্ট করা হয়। পাশাপাশি স্যলুন কোচকে বর্ণনা করতে গিয়ে রেল জানিয়েছে , এটি যেন চলমান বাড়ি। আর কোচের অন্দরমহলের ছবিও তাই প্রকাশ করছে।

কী কী সুবিধা থাকছে এই কোচে?

কী কী সুবিধা থাকছে এই কোচে?

এই স্যলুন কোচ একাই একজন অধিকার করে থাকতে পারবেন। থাকছে শীতাতোপ নিয়ন্ত্রিত ঘর। সঙ্গে সংযুক্ত রান্নাঘর ও বাথরুম, ও খাওার জন্য বড়সড় 'ডাইনিং এরিয়া'। রয়েছে রিয়ারভিউ জানলা।

কোথা থেকে শুরু ঐতিহাসিক যাত্রা

কোথা থেকে শুরু ঐতিহাসিক যাত্রা

এদিন পুরনো দিল্লির রেলস্টেশন থেকে রওনা দেয় জম্মু মেল। আর তাতেই ছিল এই বিশেষ বিলাসবহুল কোচটি। এদিন থেকে সর্বসাধারণের যাত্রার জন্য এই কোচের উদ্বোধন করা হয়।

কয়েকটি তথ্য

কয়েকটি তথ্য

এই কোচের টিকিটের দাম প্রায় ২ লাখ টাকার আশপাশে। এদিন ৬ জন যাত্রী এই কোচের প্রথম যাত্রায় সামিল হন। দিল্লি থেকে জম্মুগামী এই ট্রেন যাত্রীদের সমস্তরকের সুখ বিলাস দেবে বলে দাবি করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষের দাবি

রেল কর্তৃপক্ষের দাবি

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি হোটেলে যেমন সুখ পাওয়া যায়, সরকম সমস্ত রকমের বিলাস একজন যাত্রী পেয়ে যাবেন এই কোচটিতে। ভারতীয় রেলের মুকুটে এই নতুন পরিষেবা যেন নয়া পালক হয়ে রইল।

English summary
IRCTC opens Indian Railways’ saloon for public.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X