For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৪ দিনের ধারে টিকিট, একের পর এক নতুন অফার আইআরসিটিসির

আগে টিকিট কাটুন। পরে দাম। কার্যত এমনই অফার আইআরসিটিসির। ট্রেনযাত্রীদের সুবিধা দিতেই 'ইপে লেটার' অপশন আনা হয়েছে। এই সুবিধার মাধ্যমে মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না।

  • |
Google Oneindia Bengali News

আগে টিকিট কাটুন। পরে দাম। কার্যত এমনই অফার আইআরসিটিসির। ট্রেনযাত্রীদের সুবিধা দিতেই 'ইপে লেটার' অপশন আনা হয়েছে। এই সুবিধার মাধ্যমে মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। এর মাধ্যমে তৎকালের হুড়োহুড়িও কমবে। অন্যদিকে টাকা মেটানোর প্রক্রিয়াও ঝামেলা মুক্ত হবে।

অনেক সময় টিকিট কাটার পর পেমেন্ট গেটওয়ে ফেলিওর দেখায়। কিন্তু এই প্রক্রিয়ায় তা হবে না। ইটিকিটের পেমেন্ট হয়ে যাবে ইপে লেটারের মাধ্যমে। দুটি সংস্থা এই প্রক্রিয়ার দেখভাল করছে। তারা হল অর্থশাস্ত্র ফিনটেক প্রাইভেট লিমিটেড এবং আন্দুরিল টেকনোলজিস।

কীভাবে পাওয়া যাবে এই সুবিধা

কীভাবে পাওয়া যাবে এই সুবিধা

আইআরসিটিসিতে লগইন করার পর ভ্রমণের বিশদ বিবরণ দিতে হবে। আর পেমেন্ট পেজে গিয়ে, পে লেটার অপশনে যেতে হবে। সেখান থেকে ইপে লেটার ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে ইপে লেটার অ্যাকাউন্টে নিয়ে রেজিস্টার্ড মোবাইল ম্বর দিতে হবে। মোবাইলে পাওয়া ওটিপি দিয়ে বুকিং-এর পরিমাণ নিশ্চিত করতে হবে।

 পাওয়া যাবে ডিসকাউন্ট ভাউচার

পাওয়া যাবে ডিসকাউন্ট ভাউচার

এটা উল্লেখ করা যেতে পারে, একবার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে সুদ ব্যতিত ধার পাওয়া যাবে ১৪ দিনের। এই সময়ের মধ্যে সময়মতো টাকা জমা দেওয়া যাবে। একাধিক টিকিট কাটা যাবে। সময়মতো টাকা জমা দিলে ডিসকাউন্ট ভাউচারও পাওয়া যাবে।

ধার পাওয়া যাবে ২০ হাজার টাকার

ধার পাওয়া যাবে ২০ হাজার টাকার

বুক নাও, পে লেটার-এ নাম নথিভুক্ত করলে ২০ হাজার টাকার ধার পাওয়া যাবে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই প্রক্রিয়া এতটাই সুরক্ষিত যে, কোনও ব্যাঙ্ক কিংবা কার্ডের বিস্তারিত তথ্য ছাড়াই টাকার লেনদেন সম্ভব।

 আইআরসিটিসির খাবারের দামে পরিবর্তন

আইআরসিটিসির খাবারের দামে পরিবর্তন

যাত্রীরা যাঁরা দুরন্তর স্লিপারের যাতায়াত করেন, তাঁদের ক্ষেত্রে এবার থেকে ব্রেকফাস্টের দাম হবে ৬৫ টাকা। লাঞ্চ কিংবা ডিনারের ক্ষেত্রে ১২০ টাকা এবং ইভনিং স্ন্যাক্সের ক্ষেত্রে তা হবে ৫০ টাকা। যদিও রাজধানী, শতাব্দী এবং দুরন্ত ট্রেনে ব্রেকফাস্ট মিলবে যথাক্রমে ১৪০ এবং ১০৫ টাকায়।

English summary
IRCTC offers ePay Later option to the passenger who are travelling by train. With this facility people no longer have to stand in long queues to book train tickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X