For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধুনিক হল আইআরসিটিসির ওয়েবসাইট, নয়া মোড়কোর সাইটে টিকিট কাটা কেন আরও সহজ

আইআরসিটিসি তার ওয়েবসাইটটি আধুনিক করেছে। জেনে নিন নতুন সাইটটি থেকে কিভাবে রেল টিকেট বুক করবেন ।

Google Oneindia Bengali News

আধুনিক হল ভারতীয় রেলের ই-টিকেটিং শাখা আইআরসিটিসি-র ওয়েবসাইট। নতুন সাজের ওয়েবসাইটটিতে বেশ কয়েকটি যাত্রী-বান্ধব ব্যবস্থা রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় হল, একটি সফ্টওয়্যার দেওয়া হয়েছে যেটি ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনার পূর্বাভাস দেয়। সেইসঙ্গে এখন থেকে অ্যাকাউন্টে লগ ইন না করেই ট্রেন এবং আসনের অ্যাভেলেবিলিটি চেক করা যাবে।

আধুনিক হল আইআরসিটিসির ওয়েবসাইট

আইআরসিটিসির দাবি নয়া ওয়েবসাইটটি যাত্রীদের টিকিট কাটাই সহজ করবে না, যাত্রীরা এর মাধ্যমে ভ্রমণ পরিকল্পনাও সাড়তে পারবেন। আইআরসিটিসি ওয়েবসাইটটির মাধ্যমে ৮ টি সহজ ধাপেই যাত্রীরা টিকিট বুক করতে পারবেন।

১. যাত্রীদের নতুন আইআরসিটিসি ওয়েবসাইট - irctc.co.in যেতে হবে। নিজের অ্যাকাউন্টে না ঢুকেই ট্রেন এবং আসনের প্রাপ্যতা দেখে নেওয়া যেতে পারে। 'বুক ইয়োর টিকিট' বিভাগে রওনা হওয়া ও গন্তব্যের রেল স্টেশনগুলির নাম, যাত্রার তারিখ এবং কোন ক্লাসে যাবেন তা বেছে দিলেই হবে। এছাড়া প্রস্থান / আগমনের সময়, ক্লাস, ট্রেন এবং কোটা অনুযায়ী যাত্রী তাঁর সার্চটি সংক্ষিপ্ত রাখার সুযোগ আছে।

আধুনিক হল আইআরসিটিসির ওয়েবসাইট

২. 'ফাইন্ড ট্রেনস'-এ ক্লিক করে সিট অ্যাভেলিবিলিটি-সহ ট্রেনগুলির একটি তালিকা প্রদর্শিত হবে। এখানে, আসন উপলব্ধতার সঙ্গে এবং টিকিটের ভাড়াও চেক করা যায়।

৩. নতুন ওয়েবসাইটটিতে বিকল্প কোন ট্রেনগুলিতে কনফার্মড আসন আছে তাও জানা যাবে। এক্ষেত্রে অবশ্য যাত্রীকে তার আইআরসিটিসি অ্যাকাউন্টে ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড লিখে লগ ইন করতে হবে। এরপর আগের মতোই যাত্রীর মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি-টি দিলেই ওয়েবসাইটে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাব্যনা দেখানো হবে। এর সঙ্গে ওই একই সময়ে গত বছর টিকিট কনফার্ম হওয়ার প্রবণতা কী ছিল তাও জানানো হবে। ফলে সবদিক খতিয়ে দেখে যাত্রী সিদ্ধান্ত নিতে পারবেন, এই ট্রেনে টিকিট কাটবেন, না অন্য ট্রেন বেছে নেওয়া ভাল হবে।

৪.টিকিটের অ্যাভেলেবিলিটি যাচাই করার পর, টিকিটটি বুক করতে 'নাও বুক' -এ ক্লিক করতে হবে। লগ ইন করা না থাকলে যাত্রীকে ইউজার নেম ও পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে।

৫. এরপর আসবে 'প্যাসেঞ্জার ডিটেইলস'। এখানে নাম, বয়স, লিঙ্গ, সিট প্রেফারেন্স এবং আইডি টাইপ লিখতে হবে। যাত্রীরা বিনামূল্যে ট্রাভেল ইন্স্যুরেন্স ও করতে পারেন। এরপর 'ওটিপি ফর বুকিং' -এ ক্লিক করলে মোবাইলে ওটিপি নম্বর পাঠানো হবে।

৬. এরপর রিভিউ বুকিং-এ দেখে নিন সব তথ্য ঠিকঠাক বসানো বল কিনা। ঠিক থাকলে প্যাসেঢ্জার ডিচেইলস কনফার্ম করে দিন এবং পেমেন্ট জন্য পরবর্তী ধাপে চলুন।

৭. 'পেমেন্ট অপশন' -এ অধীনে বিএইচআইএম/ ইউপিআই / ইউএসএসডি, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ভারত কিউ আর / স্ক্যান অ্যান্ড পে, ওয়ালেটস / ক্যাশ কার্ড, আইআরসিটিসি প্রিপেইড, পেমেন্ট গেটওয়ে / ক্রেডিট / ডেবিট কার্ড-এর মতো একাধিক পেমেন্ট সার্ভিসের মাধ্যমে টিকিটের দাম মেটাতে পারবেন। এখন আইসিটিসি অ্যাকাউন্ট প্রতি সর্বাধিক ছটি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার সুযোগ দিচ্ছে।

8. পেমেন্ট করলেই টিকিট বুক হয়ে যাবে। এরপরেও 'বুকড টিকিট হিস্ট্রি' থেকে টিকিটটি ক্যানসেল করা, এসএমএস, প্রিন্টিং, বা 'বিকল্প স্কিম' ব্যবহার করে অন্য ট্রেন নির্বাচন করা বা বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করা যেতে পারে।

English summary
IRCTC modernizes its website. Here's how one can book rail ticket from its new site.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X