For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুখবর রেলযাত্রীদের জন্য! ই-টিকিটে ১ টাকা দিয়ে বিমার সুবিধা

পয়লা সেপ্টেম্বর থেকে ই-টিকিটে বড় পরিবর্তন এনেছে আইআরসিটিসি। টিকিটের সঙ্গে থাকা ভ্রমণ বিমাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ট্রায়ালের ভিত্তিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পয়লা সেপ্টেম্বর থেকে ই-টিকিটে বড় পরিবর্তন এনেছে আইআরসিটিসি। টিকিটের সঙ্গে থাকা ভ্রমণ বিমাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ট্রায়ালের ভিত্তিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে যাত্রী আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটার সময় মাত্র ১ টাকা প্রিমিয়াম দিয়ে সেই ভ্রমণের জন্য বিমা করাতে পারবেন।

সুখবর রেলযাত্রীদের জন্য! ই-টিকিটে ১ টাকা দিয়ে বিমার সুবিধা

শহরতলির ট্রেনগুলিকে বাদ দিয়ে আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে কাটা সব ধরনের ট্রেনের, সব শ্রেণির টিকিটে এই সুবিধা পাওয়া যাবে।

তবে কেবল মাত্র কনফার্মড টিকিট এবং ক্যাক টিকিটের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। ৫ বছরের নিচের শিশুদের এবং বিদেশি যাত্রীরা এই সুবিধা পাবেন না।

বিকল্প ট্রেন, সর্ট টার্মিনেশন এমন কী, ট্রেনের রুট পরিবর্তন করা হলেও, সেই পরিবর্তিত রুটের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। সর্ট টার্মিনেশনের ক্ষেত্রে যদি কোনও যাত্রী ভারতীয় রেলের দ্বারা ব্যবস্থা করে দেওয়া ব্যবস্থাপনায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোকে বেছে নেন, সেক্ষেত্রেও পুরো যাত্রার জন্য এই সুবিধা পাওয়া যাবে।

আইআইসিটিসির এই স্কিমে ভ্রমণকারী অর্থাৎ যাত্রী কিংবা তাঁর পরিবারের সদস্যরা ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। ভ্রমণকারীর মৃত্যু হলে কিংবা পুরোপুরি অক্ষম হয়ে পড়লে এই সুবিধা পাওয়া যাবে। ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে যদি ভ্রমণকারী আংশিক অক্ষম হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার বন্দোবস্ত রাখা হয়েছে এই স্কিমে। কোনও যাত্রীর মৃত্যু হলে, তাঁর দেহ নিয়ে যাওয়ার জন্যও ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সংস্থান রাখা হয়েছে। শুধু ট্রেন দুর্ঘটনাই নয়, ট্রেনে জঙ্গি হামলা, ডাকাতি, দাঙ্গা, গুলি চালানোর ঘটনায় আহত কিংবা মৃত্যু হলে এই সুবিধা মিলবে।

ট্রেন দুর্ঘটনা কিংবা অপ্রত্যাশিত ঘটনার বর্ণনা করা রয়েছে ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১২৩, ১২৪ এবং ১২৪-এ ধারায়।

কোনও যাত্রী কিংবা তাঁর পরিবারের তরফ থেকে দাবি করা হলে, তা সঙ্গে সঙ্গে মেটানোরও সংস্থান রয়েছে। তবে এই ক্ষতিপূরণ দুর্ঘটনার দিনের থেকে চার মাসের মধ্যেই করা হবে বলে নতুন ব্যবস্থাপনায় আশ্বাস দেওয়া হয়েছে। বিমা কোম্পানি নথি পাওয়ার পর ১৫ দিনের মধ্যে সেই দাবি সংক্রান্ত চেক পাঠিয়ে দেবে।

কোনও টিকিট বাতিলের ক্ষেত্রে আইআরসিটিসির তরফ থেকে বিমার প্রিমিয়ামের জন্য নেওয়া টাকা ফেরতে দেওয়া হবে প্রশাসনিক চার্জ ফেরত দেওয়ার পর। যেই অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার সময় টাকা দেওয়া হয়েছিল, সেই অ্যাকাউন্টেই টাকা ফেরত যাবে।

English summary
IRCTC introduces optional travel insurance for train passengers at a premium of Re 1 from September 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X