For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুক কাঁপছে শত্রুদের, রাফালের নিশিযাপনের সুযোগে আল ধাফরা এয়ারবেসের কাছেই মিসাইল হানা

বুক কাঁপছে শত্রুদের, রাফালের নিশিযাপনের সুযোগে আল ধাফরা এয়ারবেসের কাছেই মিসাইল হানা

Google Oneindia Bengali News

ভারতে আসছে বিধ্বংসী ৫ রাফাল যুদ্ধ বিমান। পথে আবুধাবিতে নিশিযাপন করেছে বিমানগুলি। এরই মধ্যে ঘটে গিয়ছে বিপজ্জনক কাণ্ড। রাফাল বিমান যে এয়ার বেসে রয়েছে তার কাছেই পড়ল ইরানের মিসাইল। তাই নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এখন রাফাল বিমানগুলিকে নিরাপদে ভারতে নামানোই বড় চ্যালেঞ্জ বায়ুসেনার।

ভারতে আসছে রাফাল

ভারতে আসছে রাফাল

শত্রুর বুক কাঁপিয়ে ভারতে আসতে চলেছে রাফাল যুদ্ধ বিমান। গতকালই তার ছবি টুইট করেছে ভারতীয় বায়ুসেনা। মাঝ আকাশে প্রায় ৩০০০ ফুট উচ্চতায় ক্ষিপ্র গতির মধ্যেই জ্বালানি ভরেছে বিমানগুলি। অত্যন্ত জটিল এই প্রক্রিয়া। উন্নত মানের প্রযুক্তির প্রয়োজন হয়। মাঝ আকাশে রাফালের জ্বালানি ভরার ছবি দেখেই শত্রু পক্ষের ঘুম ছুটেছে।

মিসাইল হানা

মিসাইল হানা

আবু ধাবিতে যে এয়ার বেসে নিশিযাপন করেছে রাফালে যুদ্ধ বিমানগুলি তার খুব কাছেই পড়েছে ইরানের ক্ষেপনাস্ত্র। এই নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে। একাধিক মার্কিন নিউজ চ্যানেলেও সেই খবর দেখানো হয়েছে। সেনা মহড়া চলাকালীন ইরানের বিচ্ছিন্নতাবাদীরা স্পিড বোট থেকে মিসাইল ছুড়ছেন সেই ছবি প্রকাশ করেছে মার্কিন নিউজচ্যানেলগুলি। আবু ধাবির এয়ারবেসের ঠিক কাছেই সমুদ্রে ল্যান্ড করে মিসাইলটি।

আজ ভারতে অবতরণ

আজ ভারতে অবতরণ

আজই ভারতের মাটি ছোঁবে দুর্ধর্ষ ৫ রাফাল যুদ্ধ বিমান। তার জন্য হরিয়ানার আম্বালায় শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন প্রস্তুতি। সেখানেই বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করবে বিমানগুলি। আম্বালায় গতকাল থেকেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

ফ্রান্সে প্রশিক্ষণ

ফ্রান্সে প্রশিক্ষণ

ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার দক্ষ ১২ জন পাইলট উড়ে গিয়েছেন ফ্রান্সে। সেখানে রাফালে বিমান ওড়ানোর প্রশিক্ষন নেবেন তাঁরা। দফায় দফায় ৩৬ জন পাইলটকে রাফাল ওড়ানোর প্রশিক্ষণ দেওয়া হবে। রাফাল ওড়ানোর স্পেশাল টিমের নাম দেওয়া হয়েছে গোল্ডেন অ্যারো।

মুকুল-পর্বের পরও বিজেপির বৈঠক উত্তপ্ত হয়ে উঠল, ক্ষোভের আঁচ একুশের প্রস্তুতিতে মুকুল-পর্বের পরও বিজেপির বৈঠক উত্তপ্ত হয়ে উঠল, ক্ষোভের আঁচ একুশের প্রস্তুতিতে

English summary
Iran missile landed near Rafale jet night halt area at Al Dhafra air base
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X