For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাট দাঙ্গার তদন্ত করেছেন, এবার এনআইএ- প্রধান হচ্ছেন ওয়াই সি মোদী

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান হিসেবে নিযুক্ত হতে চলেছেন ওয়াই সি মোদী, ২০০২ সালে গুজরাট দাঙ্গার তদন্তে গঠিত এসআইটি-র সদস্য ছিলেন তিনি।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান হিসেবে নিযুক্ত হতে চলেছেন ওয়াই সি মোদী। ২০০২ সালে গুজরাট দাঙ্গার তদন্তে গঠিত এসআইটি-র সদস্য ছিলেন তিনি । এনআইএ-এর ডিরেক্টর জেনারেল পদের জন্য তাঁর নাম ঘোষণা করেছে ইন্ডিয়ান পুলিস সার্ভিস।

গুজরাট দাঙ্গার তদন্ত করেছেন, এবার এনআইএ- প্রধান হচ্ছেন ওয়াই সি মোদী

এনআইএ-র কাজ সুষ্ঠুভাবে চালিয়ে যেতে অবিলম্বে তাঁকে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে যোগ দিতে বলা হয়েছে। ২০২১ সালের ২১ মে পর্যন্ত তিনি এনআইএ-র ডিরেক্টর জেনারেল পদে থাকবেন। বর্তমানে এই পদে রয়েছেন শরদ কুমার। তাঁর কার্যকাল শেষ হচ্ছে ৩০ অক্টোবর।

গুজরাট দাঙ্গার তদন্ত করেছেন, এবার এনআইএ- প্রধান হচ্ছেন ওয়াই সি মোদী

অসম- মেঘালয় ক্যাডারের ১৯৮৪ ব্যাচের এই আইপিএস আধিকারিক বর্তমানে সিবিআইতে স্পেশাল ডিরেক্টর পদে কাজ করছেন। হাই-প্রোফাইল শিনা বোরা হত্যামামলাও এই মুহূর্তে তাঁর হাতেই রয়েছে। ওয়াই সি মোদী ও আর কে রাঘবন সুপ্রিমকোর্টের গঠন করা বিশেষ তদন্তকারী দলের সদস্য ছিলেন, যারা গুজরাত দাঙ্গার তদন্ত করেছিলেন। এই এসআইটি-ই গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছিল। এসআইটি-র সেই রিপোর্টকে মান্যতা দিয়েছে সুপ্রিমকোর্ট।

English summary
IPS YC Modi will be the DG of NIA, he was the member of SIT which probed Gujrat riots.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X