For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরব, মেহুলদের গডফাদার মোদী! টুইটার-এ অভূতপূর্ব আক্রমণ আইপিএস সঞ্জীব ভাটের

আইপিএস সঞ্জীব ভাট একটি বংশপঞ্জী এঁকে দেখিয়েছেন শিল্প মহলের দুর্নীতিবাজরা কে কার সঙ্গে কী ভাবে আত্মীয়তার সম্পর্কে জুড়ে আছেন।

Google Oneindia Bengali News

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন আইপিএস সঞ্জীব ভাট। এবার নরেন্দ্র মোদীকে নীরব মোদী, মেহুল চোখসিদের 'গডফাদার' বলে অ্যাখ্যা দিলেন। তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেলে এই আক্রমণ শানিয়েছেন সঞ্জীব।

নীরব, মেহুলদের গডফাদার মোদী! টুইটার-এ অভূতপূর্ব আক্রমণ আইপিএস সঞ্জীব ভাটের

একটি বংশপঞ্জী এঁকে দেখিয়েছেন শিল্প মহলের দুর্নীতিবাজরা কে কার সঙ্গে কী ভাবে আত্মীয়তার সম্পর্কে জুড়ে আছেন। কে নেই এই তালিকায় আদানি গ্রুপের কর্তারা থেকে শুরু করে নীরব মোদী, মেহুল চোখসি-রা তো আছেনই, সেইসঙ্গে আছেন অম্বানি ভাইরা থেকে আরম্ভ করে শিল্পপতি মেহতা পরিবার ও ২২ তারিখে সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া বিক্রম কোঠারিও।

নীরব, মেহুলদের গডফাদার মোদী! টুইটার-এ অভূতপূর্ব আক্রমণ আইপিএস সঞ্জীব ভাটের

সঞ্জীব ভাট আবার তাঁর পোস্ট করা এই বংশপঞ্জীতে মোদীকে সবার উপরে রেখেছেন। তাঁর দাবি এই সব ঋণ খেলাপি শিল্পপতিদের আসলে 'গডফাদার' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী, পোস্টে ক্যাপসন লিখতে গিয়েও প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন সঞ্জীব। তিনি লিখেছেন, 'ভালো যে তাঁর কোনও ঔরসজাত সন্তান নেই, নাহলে দেশের অর্থনীতি এক্কেবারে ধসে যেত।'

সঞ্জীব ভাটের সঙ্গে নরেন্দ্র মোদীর তু-তু-ম্যায়-ম্যায় সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। ২০০২ সালের গোধরা দাঙ্গায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদালতে এফিডেভিট দায়ের করেছিলেন তিনি। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকী সঞ্জীবকে ২০১৫ সালে পুলিশের চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছিল। ১৯৮৫ সালে বোম্বে আইআইটি থেকে এমটেকের ডিগ্রি পেয়েছিলেন সঞ্জীব। এরপর আইপিএস হয়ে পুলিশের চাকরিতে যোগ। কিন্তু, বরাবরই বিতর্কে থেকেছেন এই নীতিবাগিশ পুলিশ অফিসার। একাধিকবার নানা গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর চরিত্রের এই একরোকা ভাবটা দেশবাসী প্রথম প্রত্যক্ষ করে ২০০২ সালের গোধরা দাঙ্গার পরে। সঞ্জীব গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহদের টেনে আদালতে নিয়ে এসেছিলেন। সঞ্জীবের এমন পোস্ট দেখে অবাক হয়নি তাঁর এককালের সহকর্মীরা। তবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপিও।

English summary
The rivellary between IPS Sanjiv Bhatt and Narendra Modi is known to all. This time Sanjiv attack meticulouly to Modi on Twitter over PNB Scam.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X