For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম মহিলা আইপিএস হিসাবে দক্ষিণ মেরুতে পৌঁছে রেকর্ড অপর্ণা কুমারের

উত্তরপ্রদেশের অপর্ণা কুমার প্রথম মহিলা আইপিএস হিসাবে পৌঁছে গেলেন দক্ষিণ মেরুতে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের অপর্ণা কুমার প্রথম মহিলা আইপিএস হিসাবে পৌঁছে গেলেন দক্ষিণ মেরুতে। সেখানে পৌঁছে অপর্ণা দেশের পতাকার পাশাপাশি আইটিবিপি-র পতাকাও তুলে ধরেছেন সম্মানের সঙ্গে।

প্রথম মহিলা আইপিএস হিসাবে দক্ষিণ মেরুতে পৌঁছে রেকর্ড অপর্ণা কুমারের

দেশের প্রথম মহিলা অফিসার হিসাবে ১১১ মাইল বরফের মধ্যে পিঠে ৩০-৩৫ কিলো বোঝা নিয়ে হেঁটে তিনি এই অসাধ্য সাধন করেছেন।

গত ৪ জানুয়ারি আন্টার্কটিকার বেস ক্যাম্প থেকে পথ চলা শুরু করেন অপর্ণা। ১৩ তারিখ ভারতীয় সময় অনুযায়ী সকাল ৫ টায় দক্ষিণ মেরুতে পৌঁছন তিনি।

দক্ষিণ মেরুতে তাপমাত্রা ছিল মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। দিনে ২০-২৫ কিলোমিটার করে রাস্তা হেঁটেছেন অপর্ণা। দশ সদস্যের দল ছিল তাঁর সঙ্গে। তাছাড়াও ছিলেন দুজন বিশেষজ্ঞ। মেরু থেকে ফিরতে তাঁর ৪-৫ দিন সময় লাগবে। মনে করা হচ্ছে ২০ জানুয়ারির মধ্যে তিনি ফেরত আসতে পারবেন।

উত্তরপ্রদেশের ২০০২ ব্যাচের আইপিএস অপর্ণা ২০১৬ সালে এভারেস্ট জয় করেন। তখনই প্রথম তাঁর কথা সারা দেশ জানতে পারে। পর্বতারোহনে এবার আর এক নয়া অবদান রাখলেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগে আর এক দুঃসাহসী পর্বতারোহী অরুণিমা সিনহা বিশ্বের প্রথম শারীরিক প্রতিবন্ধী মহিলা হিসাবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন জয় করেন। তার আগে তিনি বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছনোর স্বপ্ন দেখেন। তার মধ্যে ছটি-ই জয় করে ফেলেছেন।

English summary
IPS Aparna Kumar is the first serving officer to reach south pole
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X