For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিলাম : ১৪ কোটি টাকার ভালবাসায় যুবিকে বুকে টানলেন বিজয় মাল্য

Google Oneindia Bengali News

আইপিএল নিলাম : ১৪ কোটি টাকার ভালবাসায় যুবিকে বুকে টানলেন বিজয় মাল্য
বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি : ২০১১-র ক্রিকেট বিশ্বকাপ হিরোকে নিজের দলে আনার জন্য সব দলই প্রায় মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। তবে শেষ হাসিটা হাসলেন বিজয় মাল্যই। যুবরাজের উপর ব্যাঙ্ক ব্যালেন্স উজার করে দিলেন মাল্য। ১৪ কোটি টাকার বিনিময়ে যুবিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর-এ আনলেন তিনি। যা বেঙ্গালুরুতে অনুষ্টিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলামে এখনও পর্যন্ত সর্বোচ্চ।

এর পরেই চর্চিত নিলামের তালিকায় রয়েছেন কেভিন পিটারসন। ৯ কোটির টাকা দিয়ে পিটারসনকে কিনেছে দিল্লি ডেয়ার ডেভিল। এবারের নিলামে 'রাইট-টু-ম্যাচ' নামের একটি নতুন পদ্ধতি যোগ করা হয়েছে। য়ার সদ্ব্যবহার করেছে দিল্লি ডেয়ারডেভিল। পিটারসনের জন্য ৯ কোটি টাকার দল হেঁকেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লি পিটারসনকে ম্যাচ দ্য প্রাইজ পদ্ধতি অবলম্বন করে দলে নিয়ে আসে ডেয়ারজেভিলসরা। কিন্তু যুবরাজকে নিয়ে মাল্য ও নাইট রাইডারের নিলাম যুদ্ধকে এখনও পর্যন্ত টেক্কা দিতে পারেননি কেউ।

সাড়ে ৫ কোটি টাকায় জ্যাক ক্যালিসকে দলেই রেখেছে কেকেআর

ভারতীয় স্টার ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগকে নিয়ে অবশ্য এমন টানাটানি দেখা যায়নি। কিং ১১ পাঞ্জাব বীরুর জন্য ৩.২ কোটি টাকা হাঁকতেই পিছু হটে যায় দিল্লি ডেয়ার ডেভিলস।

আজকের নিলামে দিল্লি অত্যন্ত চতুরভাবে নিজের ৬০ কোটি টাকা খরচ করেছে বলে মতামত ওয়াকিবহাল মহলের। ১২.৫ কোটি টাকা দিয়ে দিল্লি ব্যাটসম্যান-উইকেটকিপার দীনেশ কার্তিককে কিনেছে। মুম্বই এই দরে অবশ্য ম্যাচ দ্য প্রাইজ লাগু করেনি। অন্যদিকে সাউথ আফ্রিকা দলের অল রাউন্ডার জে পি ডুমিনিকে ২.২ কোটি ও মনোজ তিওয়ারিকে ২.৮ কোটি টাকায় কিনেছে দিল্লি। ৫ কোটি টাকায় রবিন উত্থাপা কিনে কেকেআর বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পাশাপাশি জ্যাক ক্যালিসকে দলে রাখতে চেন্নাই সুপার কিংস-এর ৫.৫ কোটি টাকার দরপত্র ডাকলেও জোকার কার্ড দেখিয়ে তাঁকে দলের বাইরে যেতে দেয়নি কেকেআর।

এদিনের নিলামে শ্রীলঙ্কার মহেলা জয়বর্ধনে, নিউজিল্যান্ডের রস টেলার-সহ ১৫ জন খেলোয়াড়ের জন্য কোও দরপত্র ডাকা না হওয়ায় অবিক্রিত হয়েই রয়েছেন এখনও পর্যন্ত।

English summary
IPL 2014 auctions: RCB buy Yuvraj Singh for Rs 14 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X