For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাঁশকুড়া লাইন'-এ ভোট! ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিএম-এর সাফল্য নিয়ে সংশয়

ক্ষমতায় সিপিএম। কিন্তু ভোট করাল বিজেপির জোট-সঙ্গী আইপিএফটি। মান্দাই, টাকারজলা-সহ একাধিক কেন্দ্রে আইপিএফটির দাপিয়ে বেরানোর কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয়রা।

  • |
Google Oneindia Bengali News

ক্ষমতায় সিপিএম। কিন্তু ভোট করাল বিজেপির জোট-সঙ্গী আইপিএফটি। মান্দাই, টাকারজলা-সহ একাধিক কেন্দ্রে আইপিএফটির দাপিয়ে বেরানোর কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয়রা। রাতে হুমকি দিয়ে, ভোটের দিন সবার সামনে শান্তিতেই সম্পন্ন করা হয়েছে ভোট প্রক্রিয়া।

'পাঁশকুড়া লাইন'-এ ভোট! ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিএম-এর সাফল্য নিয়ে সংশয়

রবিবার সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে মান্দাই কিংবা টাকারজলায়। স্থানীয় বাসিন্দারাই জানিয়েছেন, আগের রাতেই আইপিএফটির পক্ষ থেকে ভোট দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। একইসঙ্গে বিরোধী এজেন্টদের বুথে না বসার ব্যাপারেও নির্দেশিকা জারি করা হয় বলে অভিযোগ।

শাসকদল হয়েও, এই ধরনের হুমকির মুখে পড়ায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাহলে কি সিপিএম কি সংগঠনিক ভাবে বেকায়দায়। একাধিক সিপিএম এজেন্ট অমরেন্দ্রনগর, রতনপুর-সহ একাধিক জায়গায় আইপিএফটির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করেছেন। পুলিশকে জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ। তবে ভোটারদের অনেকেই দিনে ভয় না পেলেও, রাতে হামলার ভয়ে সিঁটিয়ে গিয়েছিলেন ভোটের দিন। সিপিএম নেতা-কর্মীদের সামনেই ভোটের সময় উপজাতিদের মাংস বিলির অভিযোগ উঠেছে।

আইপিএফটি প্রভাবিত একাধিক বুথে এজেন্ট না দিতে পারার কথা স্বীকার করে নিয়েছেন সিপিএম-এর রাজ্য নেতৃত্ব। অন্যদিকে শান্তিতে ভোট হয়েছে বলে দাবি করেছে আইপিএফটি। তবে এখন অপেক্ষা ৩ মার্চের।

English summary
IPFT dominated the tribal based area of Tripura on the poll day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X