For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিদাম্বরমের জন্য সিবিআই রাখছে ২০ টি 'হাইভোল্টেজ' প্রশ্ন , উঠে আসছে কোন কোন তথ্য

গ্রেফতারির পর দু রাত কাটিয়েছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরম।

  • |
Google Oneindia Bengali News

গ্রেফতারির পর দু রাত কাটিয়েছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরম। সিবিআই আধিকারিকদের কড়া নজরদারি, আর জেরার নিশানায় আপতত কংগ্রেসের এই দুঁদে নেতা। আইএনএক্স মিডিয়ার আর্থিক দুর্নীতি কাণ্ডে আপাতত কাঠগড়ায় পি চিদাম্বরম। ইতিমধ্যেই সিবিআই তাঁকে নিজের হেফাজতে নিয়ে নিয়েছে। অন্যদিকে, প্রশ্নবাণে শান দিয়ে চলেছেন সিবিআই অফিসাররা। একনজরে দেখে নেওয়া যাক , কোন কোন প্রশ্নের মুখে পড়তে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কোন গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে পড়তে চলেছেন কংগ্রেস নেতা?

কোন গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে পড়তে চলেছেন কংগ্রেস নেতা?

প্রথমত সিবিআইয়ের তরফে প্রশ্ন তৈরি রয়েছে তার মধ্যে থাকছে,১) বিদেশে আপনার যে সম্পত্তি রয়েছে তা কোন সূত্র থেকে আসা টাকায় কেনা? ২) মালায়শিয়া, বইউকে, স্পেনে কেনা সম্পত্তির টাকা আপনি কোথা থেকে পেয়েছেন?৩) বার্সেলোনা টেনিস ক্লাব কেনবার টাকা কোথা থেকে পেয়েছেন?৪) ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড থেকে কার্তি কেন টাকা পেলেন?

আর্থিক বিষয়ে নান প্রশ্ন

আর্থিক বিষয়ে নান প্রশ্ন

এরপরই উঠতে চলেছে এই প্রশ্নগুলি---
৫)আইএনএক্স চুক্তিতে আপনি বা কার্তি কি টাকা বিনিয়োগ করেন?৬)আপনার বিদেশের 'শেল' কম্পানিগুলির খবর আমাদের কাছে রয়েছে। আপনি কী বলবেন?৭) আপনার কটি 'শেল' কম্পানি রয়েছে?৮) কোন সেক্টরে এই 'শেল' কম্পানিগুলি কাজ করছে?9) FIPB র দফতরে কি আপনার পুত্র কার্তী প্রভাব বিস্তার করেছে?

গুরুত্বপূর্ণ প্রশ্ন

গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০)আইএনএস কাণ্ডে মরিশাসের সংস্থার বিনিয়োগ নিয়ে কী বলবেন আপনি? ১১)আপনার ছেলে কার্তী বিদেশী বিনিয়োগের সমস্ত নীতি ভেঙেছেন, আপনি কী বলবেন? ১২) নর্থ ব্লকে ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে কেন দেখা করেছিলেন?১৩)আপনি কি কার্তীকে বলেছিলেন ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে যোগাযোগ রাখতে?

শেষ দফার প্রশ্ন

শেষ দফার প্রশ্ন

১৪) আপনি কি পিটার মুখার্জির সঙ্গে দেখা করেছেন?১৫) আইএনএক্স মিডিয়া দুর্নীতি কাণ্ডে আর কোন কোন অফিসরার যুক্ত?১৬)নোটিস পেয়েও কেন আপনি ধরা দেননি?১৭) আগাম জামিনের আর্জি খারিজের পর থেকে কোথায় ছিলেন?১৮) কেন সেই সময় আপনার মোবাইল ফোন সুইচ অফ ছিল?১৯) সুপ্রিম কোর্ট থেকে আসবার পথে আপনার ড্রাইভার আর ক্লার্ককে কেন গাড়ি থেকে নামিয়ে আপনি নিজে গাড়ি চালান? উদ্দেশ্য কি পালিয়ে যাওয়ার ছিল?২০) সিবিআই নোটিসের পরও কেন আপনি ধরা দেননি?

[আরও পড়ুন:কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা প্রসঙ্গে 'নাছোড়বান্দা' ট্রাম্প! হোয়াইট হাইস থেকে উঠে এলো নয়া বার্তা ][আরও পড়ুন:কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা প্রসঙ্গে 'নাছোড়বান্দা' ট্রাম্প! হোয়াইট হাইস থেকে উঠে এলো নয়া বার্তা ]

English summary
INX Media case, 20 questions got ready for Chidambaram By CBI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X