করোনা ধাক্কায় কুপোকাত সেনসেক্স, ৫ লক্ষ কোটি টাকার সম্পত্তি ক্ষয় বিনিয়োগকারীদের
করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বাজার পড়তে শুরু করেছে। সকাল থেকে শেয়ারবাজারের লাগাতার পতনে প্রায় ৫ লাখ কোটি টাকা সম্পত্তি হারাতে হয়েছে বিনিয়োগকারীদের।

শেয়ার বাজারে ধাক্কা
সোমবার সকালে বাজার খুলতেই প্রবল ধাক্কা শেয়ার বাজারে। এক ধাক্কায় সেনসেক্স পড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও পড়েছে শেয়ার বাজার। প্রায় ২২০০ পয়েন্ট পড়েছে। সকাল থেকেই তার জেরে মাথায় হাত বিনিয়োগকারীদের। বিশ্বজুড়ে চলা করোনা ভাইরাসের দাপটের কারণেই শেয়ারবাজারে এই পতন বলে মনে করা হচ্ছে।

বিপুল পরিমাণ সম্পত্তি ক্ষয়
শেয়ার বাজারের পতনের জেরে প্রায় ৩০টি কোম্পানির শেয়ার পড়েছে। ওএনজিসি, রিলায়েন্স, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা স্টিল, লার্সেন অ্যান্ড টুর্বো, আইসিএইসিআই ব্যাঙ্ক, ইনফোসিসের শেয়ার সবচেয়ে বেশি পড়েছে। প্রায় ৫ লাখ কোটি টাকার সম্পত্তি হানি হয়েছে বিনিয়োগকারীদের।

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ
ভারত সহ বিশ্বের একাধিক দেশে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৪৩-এ পৌঁছে গিয়েছে। করোনা ভাইরাসের কারণে একাধিক দেশে বাণিজ্যে ব্যাঘাত ঘটেছে। ইতিমধ্যেই করোনা আতঙ্কে কাতার ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করেছে। চরম সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বিশ্বে।
১০ বছরে সব থেকে বড় পতন শেয়ার বাজারে, কী কারণে ২৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স?