For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনসেক্সে পতনে ধরাশায়ী দালাল স্ট্রিট,৩ দিনে ক্ষতি ৯.৬ লক্ষকোটি

বাজার খুলতেই আজ ধরাসায়ী হওয়ার দিকে চলতে থাকে দালাল স্ট্রিট। সেনসেক্সে রেকর্ড পতন ক্ষতির মুখে বসিয়ে দেয় বহু মানুষকে।

  • |
Google Oneindia Bengali News

বাজার খুলতেই আজ ধরাশায়ী হওয়ার দিকে চলতে থাকে দালাল স্ট্রিট। সেনসেক্সে রেকর্ড পতন ক্ষতির মুখে বসিয়ে দেয় বহু মানুষকে। কেবলমাত্র মঙ্গলবারই ক্ষতি হয় ৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা বিনিয়োগকারীদের প্রায় ৯.৬ লাখ কোটি টাকা গত ৩ দিনে শুষে নিয়েছে স্টক মার্কেট। বিশ্ববাজারে শেয়ারের পতনের ঢেউ এসে পড়ে ভারতীয় বাজারেও। আর তার ফল স্বরূপই এই ঘটনা।

সেনসেক্সে পতনে ধরাসায়ী দালাল স্ট্রিট,৩ দিনে ক্ষতি ৯.৬ লক্ষকোটি

[আরও পড়ুন:বাজার খুলতেই ফের ধস, ১২০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স, কোন পথে হাঁটছে শেয়ার বাজার][আরও পড়ুন:বাজার খুলতেই ফের ধস, ১২০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স, কোন পথে হাঁটছে শেয়ার বাজার]

বাজার খুলতেই আজ, ১২০০ পয়েন্ট পড়ে গিয়ে সেনসেক্স ৩৩ হাজারে নেমে আসে। পড়তে শুর করে নিফটিও। মঙ্গলবার সকালে বাজার খুলতেই সেনসেক্স ৩৩,৫১৬.৭১ পয়েন্টে নেমে আসে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিফটি কমে দাঁড়ায় ৩৬৯. ৬০ পয়েন্ট। নিফটির সূচক ছিল ১০, ২৯৬. ৯০ পয়েন্টে। গতকাল বাজার বন্ধের সময়ে সেনসেক্স ৩৪,৭৫৭.১৬ এবং নিফটি ১০,৬৬৬.৫৫ পয়েন্টে এসে থামে। ডিসেম্বরের পর থেকে টাকার দামেও পতন লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, বাজারের এরকম খারাপ হাল দেখে ফাইনান্স ও রেভেনিউ সেক্রেটারি হাসমুখ আধিয়া জানিয়েছেন সরকার গোটা বিষয়টির দিকে নজর রেখেছে। এরকম এক পরিস্থিতিতে সরকার কিছু করতে পারে কী না তা দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, মার্কিন বাজারের সেলঅফ-এর কারণে প্রভাব পড়েছে ভারতীয় বাজারে।

English summary
Investors lose Rs 9.6 lakh crore in 3 days as Blood bath in stock market.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X