For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একধাক্কায় নেই ৭.৫ লক্ষ কোটি টাকা! করোনার জেরে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের কী অবস্থা?

Google Oneindia Bengali News

আগের সপ্তাহে লক্ষ্মীবারে ১১ লক্ষ কোটি টাকা লোকশান হয় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের। আর নতুন সপ্তাহতেও সেই লোকশানের ফিরিস্তি জারি। সৌজন্যে করোনা ভাইরাস। এদিনও সেনসেক্সে পতন অব্যাহত থাকে দালাল স্ট্রিটে। আর এর জেরে বড় লোকশানের মুখে পড়েন বিনিয়োগকারীরা।

ভাইরাসের আতঙ্ক আরও জাকিয়ে বসছে দেশে

ভাইরাসের আতঙ্ক আরও জাকিয়ে বসছে দেশে

ক্রমেই করোনা ভাইরাসের আতঙ্ক আরও জাকিয়ে বসছে দেশে। ইতিমধ্যেই ভারতে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১১০ ছাড়িয়েছে। আর এই পরিস্থিতিতে গত সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উর্ধ্বমুখী গ্রাফ ফের নিচের দিকে যেতে শুরু করে সোমবার বাজার খুলতেই।

২৭০০ পয়েন্ট পতন সেনসেক্সে

২৭০০ পয়েন্ট পতন সেনসেক্সে

সোমবার শেয়ারবাজারের লেনদেন চালু হওয়ার এক ঘণ্টা যেতে না যেতেই ২০২৪ পয়েন্ট পতন হয় সেনসেক্সে। এর জেরে ৩২ হাজারের ঘরে নেমে যায় সেনসেক্স। শেষ পর্যন্ত ২৭১৩.৪১ পয়েন্ট পতন হয় সেনসেক্সে। এর জেরে আজ বাজারের লেনদেন শেষ হয় ৩১,৩৯০.৪১ পয়েন্টে। নিফটিও পতন দেখে প্রায় ৭৫০ পয়েন্ট। যার জেরে নিফটি দাঁড়ায় ৯১৯৭.৪ পয়েন্টে।

বিশাল ক্ষতির সম্মুখীন বিনিয়োগকারীরা

বিশাল ক্ষতির সম্মুখীন বিনিয়োগকারীরা

আজ নিনভর ১৯৮০টি শএয়ার নিচে নামে। এর জেরে বিনিয়োগকারীদের লোকশানের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৭.৫ লক্ষ কোটি টাকা। করোনা রুখতে সবরকম ব্যবস্থা নেওয়ার কথা সরকার জানালেও তাতে মানুষের মনের আশঙ্কা দূর হচ্ছে না। বিনিয়োগকারীরা এই আশঙ্কার জেরে ঘরে টাকা তুলতে শেয়ার বেচার দিকেই ঝুঁকছেন যার জেরেই এই পতন বলে বিশেষজ্ঞদের মত।

English summary
investors lose 7.5 lakh cr rupees as share market falls on monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X