For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাথরুমে শ্রদ্ধার শরীর টুকরো টুকরো করার পর ফোনগুলো বিক্রি করে আফতাব, নৃশংসতায় শিউরে উঠছে দেশবাসী

জেরায় আফতাব জানিয়েছে, শ্রদ্ধাকে হত্যার পর তার ফোন বিক্রি করে দেয়,

Google Oneindia Bengali News

দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারকে খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, একাধিক নৃশংস খবর প্রকাশ পেতে শুরু করেছে। ফুড ব্লগার আফতাব পুনওয়ালা তাঁর লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করে ৩৫ টি টুকরো করে। পুলিশ সূত্রের খবর, অক্টোবরের শুরুর দিকে আফতাব পুনওয়ালা একাধিক মিথ্যা বলে। সেই সময় আফতাব পুনওয়ালা পুলিশকে তদন্তে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন।

বাথরুমে শ্রদ্ধার শরীর টুকরো টুকরো করার পর ফোনগুলো বিক্রি করে আফতাব, নৃশংসতায় শিউরে উঠছে দেশবাসী

পুলিশ সূত্রের খবর, শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। তদন্তের প্রথমেই আফতাব পুনওয়ালাকে পুলিশ জিজ্ঞসাবাদ করে। সেই সময় পুনওয়ালা জানায়, তাঁর সঙ্গে শ্রদ্ধার ঝগড়া হয়। তারপরেই শ্রদ্ধা রাগ করে বাড়ি ছেড়ে চলে যান। তিনি পুলিশের কাছে স্বীকার করেন, তারপর আফতাব তাঁকে বাড়িতে ফেরানো বা প্যাচআপের কোনও চেষ্টা করেনি।

শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার মেয়ের নিখোঁজের অভিযোগ জানানোর পরে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশের তরফে চলতি মাসের শুরুর দিকে ফের একবার আফতাবকে ডেকে পাঠানো হয়। সেই সময় আফতাব বেশ কিছু পরস্পর বিরোধী মন্তব্য করে। যারফলে পুলিশের সন্দেব আফতাবের ওপর গাঢ় হয়। তবে সেই বিষয়ে আফতাবকে বুঝতে দেওয়া হয়নি। পুলিশ আফতাবকে সেই সময় বোঝায় সন্দেহের কিছু হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। আফতাবের ওপর নজর রাখা হয়। তবে কয়েকটি ঘটনায় পুলিশের সন্দেহ জোড়াল হয়।

৩ নভেম্বর আফতাব পুলিশের জিজ্ঞাসাবাদের একদিন পরেই আফতাব মুম্বই ছাড়েন। তিনি দিল্লিতে ফিয়ে যান। সেই সময় থেকে দিল্লি পুলিশ আফতাবকে নজর রাখতে শুরু করে। ১০ নভেম্বর পুলিশ আফতাবকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় আফতাব শ্রদ্ধাকে খুন করার কথা স্বীকার করে। সেই সময় পুলিশের সন্দেহ হয়, শ্রদ্ধাকে হত্যা করছে আফতাব। সেই তথ্য ধামাচাপা দেওয়ার জন্য আফতাব মিথ্যা কথা বলেছে।
তদন্তে দিল্লি পুলিশ জানতে পারে, জলের ৩০০ টাকা বিল দেয় আফতাব। সেখান থেকে পুলিশের সন্দেহ গাঢ় হয়। আফতাব মে মাসে প্রচুর জল ব্যবহার করেছিল, তার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও শ্রদ্ধাকে হত্যার পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে ৫৪ হাজার টাকা স্থানান্তর করে। পুলিশের সন্দেহ আরও জোড়াল হয়. জিজ্ঞাসাবাদে পুলিশকে আফতাব হত্যার কথা স্বীকার করে নেয়। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, রক্ত পরিষ্কার করতে জলের ব্যবহার বেশি হয়। দিল্লিতে আফতাবের ফ্ল্যাট থেকে রক্তের দাগ ও গ্লাভস খুঁজে পেয়েছে। কিন্তু এখনও সেই অস্ত্র পায়নি, যার সাহায্যে শ্রদ্ধার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আফতাব হত্যার কিছুদিন পর শ্রদ্ধার দুটো ফোন বিক্রি করে দেয়। পুলিশ জঙ্গল থেকে ১০ থেকে ১৫টি হাড় খুঁজে পেয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে ওই হাড়গুলো শ্রদ্ধার কি না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আফতাবের নারকো পরীক্ষা করা হবে। কারণ আফতাব খুনের কথা স্বীকার করলেও, পুলিশকে তদন্তে সহযোগিতা করছে না। পুলিশের তরফে অনুমান করা হচ্ছে, বাথরুমে শ্রদ্ধার দেহটাকে টুকরো টুকরো করে। পরে রক্ত ধুয়ে ফেলতে জলের ব্যবহার করে।

শ্রদ্ধার বাবা বলেন, যখন আফতাব মেয়েকে হত্যার কথা যখন হত্যার কথা স্বীকার করে, তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। পুলিশকে আফতাব জানায়, এক বছরের বেশি সময় ধরে শ্রদ্ধার সঙ্গে আফতাবের ঝগড়া চলছিল। পরে তাঁদের মতো বিচ্ছেদ হয়ে যায়। এক ফ্ল্যাটে বাস করলেো ফ্ল্যাটমেটের বাইরে তাঁদের আর কোনও সম্পর্ক ছিল না। জেরায় আফতাব ১৮ মে রাত ৮টা থেকে ৯টার মধ্যে হত্যার ঘটনা ঘটে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথমে দেহ রান্না ঘরে রাখা হয়। সেখান থেকে দেহটিকে বাথরুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই দেহটিকে কাটা হয়।

একটি ডেটিং অ্যাপের মাধ্যমে আফতাবের সঙ্গে শ্রদ্ধার পরিচয় হয়। শ্রদ্ধার পরিবার আফতাবের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেনি। শ্রদ্ধা পরিবারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে আফতাবের সঙ্গে লিভ ইন সম্পর্ক করতে থাকেন। শ্রদ্ধাকে হত্যার কয়েক মাস আগেই মুম্বই থেকে দিল্লি এসেছিলেন।

English summary
A report said that Aftab gave details of the murder during interrogation by Delhi Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X