For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) 'অকেজো' ৫০০ ও ১০০০ টাকার নোট এখন 'খিল্লির পাত্র' সোস্যাল মিডিয়া-ম্যাসেঞ্জারে

প্রধানমন্ত্রীর একটা ঘোষণায় দাম, মান এমনকি অস্তিত্বও খোয়াল 'দামি' ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট। আভিজাত্য খুইয়ে নিমেষের মধ্যে শুধু কাগজের টুকরো হয়েই পড়ে রইল কুলীন ৫০০ ও ১০০০ টাকার নোট।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রীর একটা ঘোষণায় দাম, মান এমনকি অস্তিত্বও খোয়াল 'দামি' ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট। আভিজাত্য খুইয়ে নিমেষের মধ্যে শুধু কাগজের টুকরো হয়েই পড়ে রইল কুলীন ৫০০ ও ১০০০ টাকার নোট।

একসময় যে নোট হাতছাড়া করতে চাইতেন না কেউই এখন তাঁকে বিদায় দিতে পারলে বাঁচা যায় গোছের অবস্থা। ৫০০ টাকা ও ১০০০ টাকার এই দুঃসময়ে এখন হাসিরর ফোয়ারা ছুটেছে সোস্যাল মিডিয়া , হোয়াটসঅ্যাপ ও অন্যান্য ম্যাসেঞ্জারে।

কীভাবে মশকরা করা হচ্ছে দেখে নিন একবার ছবিগুলিতে।

#১

#১

যে টাকা দিয়ে ব্ল্যাক লেবেল, ব্লু লেবেল আরও কত লেবেল কেনা হয়, এখন সেই নোটই কিনা চাকনার প্লেট?

#২

#২

অকেজো নোটেই বাদামভাজা, একমুঠো প্রেম।

#৩

#৩

চিকনি চামেলিই সবচেয়ে দুরদর্শী সেই কবেই বিষয়টা আন্দাজ করে নিয়েছিল।

#৪

#৪

আপনার আত্মার জন্য শান্তি কামনা করব।

#৫

#৫

আচ্ছে দিন এসে গিয়েছে..., কে ভাবতে পেরেছিল ৫০০ টাকার নোটে করে খাওয়া যাবে বাদাম ভাজাও।

#৬

#৬

নিশ্চিন্তে থাকুন, আজ কেউ আপনার থেকে ১০০ টাকার বেশি চাইবে না।

#৭

#৭

জন্মও নভেম্বরে, মৃত্যুও নভেম্বরেই।

#৮

#৮

কেউ তো মূল্যই দিচ্ছে না তাই খুনের পর ৫০০ ও ১০০০ টাকা নোটের সৎকার।

#৯

#৯

বাচ্চাদের নতুন খেলনা...

#১০

#১০

কাগজের দরে বিক্রি করা ছাড়া আর কোনও উপায় নেই।

English summary
Invalid Rs 500 and 1000 notes are get trolled in socia media-massenger
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X