For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে পৌঁছবে চলতি বছরেই, বলছে সমীক্ষা

২০১৭ সালের ডিসেম্বরে দেখা গিয়েছে, ভারতে আনুমানিক ৪৮. ১ কোটি ইন্টারনেট ব্য়বহারকারী রয়েছে। ২০১৬ সালের তুলনায় এই অঙ্ক বেড়েছে ১১. ৩৪ শতাংশ।

  • |
Google Oneindia Bengali News

২০১৭ সালের ডিসেম্বরে দেখা গিয়েছে, ভারতে আনুমানিক ৪৮. ১ কোটি ইন্টারনেট ব্য়বহারকারী রয়েছে। ২০১৬ সালের তুলনায় এই অঙ্ক বেড়েছে ১১. ৩৪ শতাংশ। মনে করা হচ্ছে ২০১৮ সালের জুন পর্যন্ত এই অঙ্ক ৫০ কোটি ছুঁয়ে ফেলবে। আইএএমএআইয়ের রিপোর্টে এমনই তথ্য উঠে আসছে।

 কী বলছে অঙ্কের হিসাব?

কী বলছে অঙ্কের হিসাব?

দেশের উন্নতির সঙ্গে সঙ্গে গ্রামীণ ভারতের উন্নয়ন হলেও, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও দেশের গ্রামগুলি আজও তুলনামূলকভাবে পিছিয়ে। ২০১৭ সালে ভারতের শহরগুলিতে ইন্টারনেট ব্য়বহারকারীর সংখ্যা ছিল ৬৪.৮৪ শতাংশ । সেদিক থেকে গ্রামের জনসংখ্যা শহরের তুলনায় বেশি হলেও সেখানে মাত্র ২০ শতাংশ মানুষই ইন্টারনেট জানেনষ। এমনই দাবি সমীক্ষার।

২.৯৫ কোটি মানুষ ইন্টারনেট ব্য়বহারকারী

২.৯৫ কোটি মানুষ ইন্টারনেট ব্য়বহারকারী

ভারতের শহরের বাসিন্দারা গ্রামের থেকে ইন্টারনেটের দৌলতেই এগিয়ে রয়েছে বলে দাবি অনেকের। মোট ২.৯৫ কোটি শহরবাসী ভারতে ইন্টারনেচ ব্যবহার করেন। যা ২০১১ সালে ছিল ১.৮৬ কোটি। এদিকে গ্রামীণ ভারত ৭৩.২ কোটিতেই আটকে রয়েছে , ইন্টারনেট ব্যবহারকারী হিসাবে।

 কম সংখ্যক মানুষের কাছে পৌঁছচ্ছে

কম সংখ্যক মানুষের কাছে পৌঁছচ্ছে

দেশে বহু অল্প সংখ্যক মানুষের কাছে পৌঁছচ্ছে ইন্টারনেট। সমীক্ষা বলছে, দেশের ২৮. ১ কোটি মানুষ রোজ ইন্টারনেট ব্যবহার করেন। কিন্তু তার মধ্যে ৬২ শতাংশই সহুরে মানুষ। এরজন্য গ্রামীণ ভারতে ইন্টারনেট পৌঁছানোর সুযোগের কমতিকেই দায়ী করা হয়েছে।

পরিসংখ্যান ঘিরে কিছু তথ্য

পরিসংখ্যান ঘিরে কিছু তথ্য

শহরের হিসাবে , আইএএমএআই এর রিপোর্চ বলছে, ২০১৬ পর্যন্ত ৯.৬ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছিল দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে। অন্যদিকে চলতি বছরে তা বেড়ে , ৫০ কোটি ভারতীয়ের কাছে ইন্টারনেট পৌঁছে যাবে।

English summary
internet users projected to cross 500 million by june 2018 says iama.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X