For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ লক্ষ দলিতের জমায়েত, ভীমা কোরেগাঁওতে ছিন্ন ইন্টারনেট পরিষেবা

১৮১৮ সালে ইঙ্গ মারাঠা যুদ্ধকে স্মরণ করতে পুনের কাছে ভীমা কোরেগাঁওতে জমায়েত হয়েছেন প্রায় পাঁচলক্ষ দলিত।

  • |
Google Oneindia Bengali News

১৮১৮ সালে ইঙ্গ মারাঠা যুদ্ধকে স্মরণ করতে পুনের কাছে ভীমা কোরেগাঁওতে জমায়েত হয়েছেন প্রায় পাঁচলক্ষ দলিত। আর এই জমায়েত থেকে সংঘর্ষ ছড়ানোার আশঙ্কায় এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। বছর দুয়েক আগে এমনই এক জমায়েত থেকে হিংসা ছড়িয়ে পড়েছিল। হিংসা দমন করতে পুলিশ বড়সংখ্যায় দলিত নেতাকে গ্রেফতার করেছিল। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফে এলাকায় প্রায় ১০ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

ভীমা কোরেগাঁওতে ইন্টারনেটে নিষেধাজ্ঞা

ভীমা কোরেগাঁওতে ইন্টারনেটে নিষেধাজ্ঞা

পুনের জেলাশাসক নওলকিশোর রাম আগেই ইঙ্গিত দিয়েছিলেন প্রশাসন এলাকায় ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। গুজম ছড়ানো বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। শোলাপুরের স্পেশাল আইজি সুহাস ওয়াদকে বলেছেন, প্রায় পাঁচলক্ষ পূণ্যার্থী জমায়েত করেছেন। সারা দিনে পূণ্যার্থীর সংখ্যা আরও বাড়বে। গতবছরে এখানে প্রায় ১০ লক্ষ দলিতের জমায়েত হয়েছিল।

 সৌধ পরিদর্শন উপমুখ্যমন্ত্রীর

সৌধ পরিদর্শন উপমুখ্যমন্ত্রীর

এদিন সকালে উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দলিত নেতা প্রকাশ আম্বেদকর সৌধ পরিদর্শন করেন। সারা দিনে সেখানে গিয়েছেন, রাজ্য ও কেন্দ্রের মন্ত্রীরা। এদিনের জমায়েতের জেরে এলাকার স্কুল, কলেজ, অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

১৮১৮-র যুদ্ধে জয়ী ব্রিটিশরা

১৮১৮-র যুদ্ধে জয়ী ব্রিটিশরা

এছবছর তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের ২০২ বছর পূর্তি। ১৮১৮ সালের সেই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়েছিল।

২০১৮ সালে হিংসা

২০১৮ সালে হিংসা

২০১৮ সালে এমনই এক অনুষ্ঠান থেকে হিংসা ছড়িয়ে পড়েছিল। সেই হিংসায় ১ জনের মৃত্যু হয়েছিল। বহু মানুষ আহত হয়েছিল।

English summary
Internet shuts as five lakh Dalits have gathered at Bhima Koregaon to commemorate Anglo Maratha War
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X