For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিগড়ে পুলিশের সঙ্গে সিএএ বিক্ষোভকারীদের সংঘর্ষ, ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা

আলিগড়ে পুলিশের সঙ্গে সিএএ বিক্ষোভকারীদের সংঘর্ষ, ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা

  • |
Google Oneindia Bengali News

সিএএ বিরোধী সমাবেশ থেকে সংঘর্ষ ছড়িয়েছে উত্তর প্রদেশের আলিগড়েও। এদিন শহরের উপরকোট কোতয়ালি এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশের দিকে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতে হামলার পাশাপাশি বেশ কিছু দোকানেও আগুন লাগানো হয়। বিক্ষোভকারীরা পুলিশের একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।

আলিগড়ে সংঘর্ষ

আলিগড়ে সংঘর্ষ

আলিগড়ের দিল্লি গেট এলাকায় সিএএ-র বিরুদ্ধে ২৪ দিন ধরে শান্তিপূর্ণভাবেই চলছে বিক্ষোভ। সেই বিক্ষোভস্থল থেকে কিছুটা দূরে এদিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশ এদিন মহিলা বিক্ষোভকারীদের বুঝিয়ে না সরাতে পেরে বলপ্রয়োগ করে।

পুলিশের অভিযোগ

পুলিশের অভিযোগ

পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, কিছু বিক্ষোভকারী থানার বাইরে গিয়ে বিক্ষোভস্থলে তাবু খাটানোর অন্য অনুমতি চায়। পুলিশের সঙ্গে বাদানুবাদে বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করে। স্থানীয় পুলিশ অফিসারের গাড়িও ভাঙচুর করে তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এরপরেই পুলিশ লাঠি চালায়। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। আলিগড়ের জেলাশাসক চন্দ্রভূষণ সিং জানিয়েছেন সেখানকার বিক্ষোভ নিয়ন্ত্রণে।

শহরে শান্তি বৈঠক

শহরে শান্তি বৈঠক

জেলাশাসক জানিয়েছেন, প্রশাসনের তরফ থকে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। জামা মসজিদের ইমাম-সহ মুসলিম সম্প্রদায়ের নেতাদের বলা হয়েছে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে।

মোবাইল ইন্টারনেট স্থগিত

মোবাইল ইন্টারনেট স্থগিত

এদিকে সংঘর্ষেক জেরে আলিগড় শহরে মোবাইল ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সন্ধে ছটা থেকে রাত বারোটা, আপাতত এই ছয়ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 রবিবার বিকেলে দিল্লির জাফরাবাদে সংঘর্ষ

রবিবার বিকেলে দিল্লির জাফরাবাদে সংঘর্ষ

রবিবার বিকেলে জাফরাবাদের মৌজপুর এলাকায় সিএএ সমর্থক ও সিএএ বিরোধীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুপক্ষের মধ্যে ব্যাপর পাথর বৃষ্টি চলে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসেল শেল ফাটায়।

কপিল মিশ্রা টুইটারে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে সমর্থকদের ভারত মাতা কি জয় এবং বন্দেমাতরম স্লোগান দিতে দেখা যাচ্ছে। টুইটেই তিনি দিল্লি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাফরাবাদ এবং চাঁদবাগের রাস্তা পরিষ্কার করে দিতে তিনদিন সময় দিচ্ছেন তিনি। টুইটে তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছেন সোমবার। মঙ্গলবার রাতে তিনি ফেরত যাবেন। এই সময়ের মধ্যে অবরোধ তুলে দিতে হবে বলে দিল্লি পুলিশকে তিনি বলেছেন।

English summary
Internet is suspended in Aligarh after clash among anti CAA protesters and police. Clashes took place away from Aligarh's Delhi Gate area, where a 24 day long peaceful protest against CAA is being held.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X