For Quick Alerts
For Daily Alerts

কৃষক বিক্ষোভ ঠেকাতে বন্ধ হয় ইন্টারনেট, কিন্তু উস্কানিমূলক খবরে নেই রাশ! সুপ্রিম তোপের মুখে কেন্দ্র
কৃষক বিক্ষোভ ঠেকাতে বন্ধ হয় ইন্টারনেট, কিন্তু উষ্কানিমূলক খবরে নেই রাশ! সুপ্রিম তোপের মুখে কেন্দ্র
দিন যত গড়াচ্ছে দিল্লিতে ততই বাড়ছে কৃষক আন্দোলনের তেজ। এদিকে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছলকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে রাজনৈতিক চাপানৌতর। তারমাঝেই কৃষক আন্দোলনের মাঝে ইন্টারনেট বন্ধের জেরে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল কেন্দ্র সরকার। এমবকী প্ররোচণামূলক টেলিভিশন প্রোগ্রাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে কেন্দ্রকে তিরষ্কার করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।
{photo-feature}
Recommended Video

বর্ধমান : বিজেপির ভ্যাকসিন লাগতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের:নরোত্তম মিশ্র
রাজীবের আরও এক তৃণমূলের সতীর্থ অমিতের সভায় থাকছেন! মুখ খুললেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী
Comments
English summary
internet shuts down due to the peasant movement, yet the center fails to Control provocative news