For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শীঘ্রই ভারতীয় ভাষায় নেওয়া যাবে ইন্টারনেট ডোমেন নেম! কাজ চলছে লিপি নিয়ে

ভারতের সরকারি ২২ টি ভাষা-সহ আরও বহু ভারতীয় ভাষাতে ডোমেন নাম যাতে নেওয়া যায় তার জন্য কাজ করছে ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার্স বা আইক্যান।

Google Oneindia Bengali News

ইংরাজী ভাষায় ইন্টারনেটে ডোমেন নেওয়ার দিন গেল। শীঘ্রই আসতে চলেছে ভারতীয় ভাষায় ডোমেন নেওয়ার সুযোগ। বিশ্বব্যপি ইন্টারনেট ডোমেন সিস্টেম পরিচালনার দায়িত্বে থাকা ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার বা আইক্যানের পক্ষ থেকে জানানো হয়েছে ২২টি সরকারি ভাষায় তো বটেই আরও বেশ কয়েকটি প্রচলিত ভাষায় নেওয়া যাবে ডোমেন।

শীঘ্রই ভারতীয় ভাষায় নেওয়া যাবে ইন্টারনেট ডোমেন নেম!

আইক্যানের ভারতীয় শাখার প্রধান সমীরণ গুপ্ত জানিয়েছেন, 'বাংলা, দেবনাগরী, গুজরাতি, গুরুমুখি, কন্নড়, মালয়ালম, ওড়িয়া, তামিল ও তেলুগু - এই ৯টি ভারতীয় ভাষার লিপি নিয়ে কাজ চলছে।' তাঁরা মনে করছেন এই ক'টি লিপিতেই আরও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার কাজ চলে যাবে।

বর্তমানে কোনও বারতীয় ভাষার কনটেন্ট দেখতে গেলেও ডোমেন নেম দিতে হয় ইংরাজীতেই। কিন্তু অনেকেই আছেন যাঁরা সেই ভাষাটি জানলেও ইংরাজী জানেন না বলে সেই কনটেন্ট দেখতে ব্যর্থ হন। এঁদের কাছে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দিতেই ভারতীয় ভাষায় ভারতীয় লিপিতে ডোমেন গঠনের সিদ্ধান্ত নিয়েছে আইক্যান।

তাঁদের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের মোট জনসংখ্য়ার ৫২ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। বাকি ৪৮ শতাংশের একটা বড় অংশের কাছে ইন্টারনেট ব্যবহারে বাধা হয়ে দাঁড়ায় ভাষা। এঁরা ইংরাজী ভাষায় সড়গড় নন। ক্রমে এই ব্যবধান কমিয়ে আনতে ইংরাজীর পাশাপাশি আঞ্চলিক ভাষা ও লিপিতে জোর দিচ্ছে আইক্যান। ইংরাজী বাদে অন্য়ান্য ভাষাতেও ডোমেন তৈরির বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

আইক্যানের দাবি ভারতের আঞ্চলিক ভাষা ও লিপিতে ডোমেন তৈরি শুরু হলে শুধু ভারত নয়, উপকৃত হবে, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরও।

English summary
The Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) has been working to support domain names in numerous languages spoken in India, including the 22 scheduled languages. Work is on for nine Indian scripts - Bengali, Devanagari, Gujarati, Gurmukhi, Kannada, Malayalam, Oriya, Tamil and Telugu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X