For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীকে বিভিন্ন রাষ্ট্র নেতাদের শুভেচ্ছা, কে কী বললেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার ভারতের মদনদে আসীন হতেই তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মহল।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবারের জনাদেশ যখন একদিকে দেশের আগামী পাঁচ বছরের রাজনৈতিক রূপরেখা নির্ধারন করছে, অন্যদিকে ঠিক তখনই লোকসভা নির্বাচনের ফলে নজর রেখে ভারতের সঙ্গে তাঁদের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যত নিয়ে হিসেব কষা শুরু করেছেন বিভিন্ন রাষ্ট্রের নেতারা। মূলত আর্থিক বৃদ্ধি, সন্ত্রাসবাদ দমন সহ একাধিক ইস্যুতে আগের থেকে অনেক বেশি স্বাবলম্বী ও ইতিবাচক মানসিকতা সম্পন্ন ভারত, সামগ্রিক উন্নয়নে আগামী দিনে যে বিশ্বের উন্নত দেশগুলির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য। তাই নরেন্দ্র মোদী আরো একবার ভারতের মদনদে আসীন হতেই তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে আন্তর্জাতিক মহল।

একের পর এক জঙ্গি হামলা, সীমান্ত সন্ত্রাসে পাকিস্তানের নাম জড়িয়ে যাওয়াতে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হামলা, তার পাল্টা হিসেবে পাকিস্তানের মাটিকে ঘাঁটি গেড়ে বসে থাকা জঙ্গি শিবিরে ভারতের এয়ার স্ট্রাইক, পরিস্থিতি আরো জটিল করেছে। এমনই এক সময়ে কেন্দ্রের কুর্সিতে নরেন্দ্র মোদী ফের বহাল হওয়ার পর, সবার আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানই।

পাকিস্তান

পুলওয়ামা হামলা সহ ভারতে একাধিক নাশকতায় জড়িত থাকা জৈশ-এ-মহম্মদ চিফ হাফিজ সঈদকে রাষ্ট্রসঙ্ঘে আন্তর্জাতিক চাপে জঙ্গি বলে স্বীকার করতে কার্যত বাধ্য হয় পাকিস্তান। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে এবার এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের সঙ্গে হাত ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি স্থাপন, সমৃদ্ধি ও উন্নতি কল্পে ব্রতী হওয়ার বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

শ্রীলঙ্কা

লোকসভা নির্বাচনে ব্যাপক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্গার প্রধানমন্ত্রী রেনিল উইক্রেমেসিংঙ্ঘে। সম্প্রতি কলোম্বোয় ধারাবাহিক বিস্ফোরণের পর ভারত সরকার যেভাবে শ্রীলঙ্কা প্রশাসনের পাশে দাঁড়িয়েছে, তাতে দুই প্রতিবেশী দেশ একে অপরের আরো কাছে এসেছে বলে দাবি উইক্রেমেসিংঙ্ঘের। আগামী দিনে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি আশা করেছেন সেদেশের প্রধানমন্ত্রী।

ইজরায়েল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে ভারত ও ইজরায়েলের মধ্যে অটুঁট বন্ধুত্বের আশা প্রকাশ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আফগানিস্তান

আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী নির্বাচন করায় ভারতের সব নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরফ ঘানি।

ভিয়েতনাম, বাংলাদেশ ও নেপালের প্রধানমন্ত্রী যথাক্রমে গুয়েন সুয়ান ফুক, শেখ হাসিনা ও কেপি শর্মা নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

ভিয়েতনাম, বাংলাদেশ ও নেপাল

ভিয়েতনাম, বাংলাদেশ ও নেপাল

ভিয়েতনাম, বাংলাদেশ ও নেপালের প্রধানমন্ত্রী যথাক্রমে গুয়েন সুয়ান ফুক, শেখ হাসিনা ও কেপি শর্মা নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

কূটনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। ফোনে নমোকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

চিন ও জাপান

চিন ও জাপান

কূটনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। ফোনে নমোকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিগ্রাম করে শুভেচ্ছা জানিয়েছেন।

রাশিয়া

রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিগ্রাম করে শুভেচ্ছা জানিয়েছেন।

লোকসভা নির্বাচনে ব্যাপক জয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

আমেরিকা

আমেরিকা

লোকসভা নির্বাচনে ব্যাপক জয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

English summary
International reaction on Narendra Modi's win in Lok Sabha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X