For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনলক ২.০: আন্তর্জাতিক উড়ান চালুর ইঙ্গিত, কী হতে চলেছে গাইডলাইন

আনলক ২.০: আন্তর্জাতিক উড়ান চালুর ইঙ্গিত, কী হতে চলেছে গাইডলাইন

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রয়েছে প্রায় ৪ মাস। কবে চালু হবে আন্তর্জাতিক উড়ান এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, আনলক ২.০-র গাইড লাইনে আন্তর্জাতি উড়ান শুরুর কথা বলা হবে। যদিও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জানিয়েছিলেন অন্য দেশের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা।

আন্তর্জাতিক উড়ান কবে থেকে

আন্তর্জাতিক উড়ান কবে থেকে

অভ্যন্তরীণ বিমান পরিষেবা শুরু হলেও আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও শুরু হয়নি। শুধুমাত্র বন্দে ভারত মিশনে বিদেশ যেতে ভারতীয়দের ফেরাতে উড়ান চালানো হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন অন্যান্য দেশের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা।

আনলক ২.০

আনলক ২.০

৩০ জুন প্রকাশ করা হবে আনলক ২.০-র গাইড লাইন। এতে করোনা আবহে একাধিক জিনিসে ছাড়পত্র দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তাতেই আন্তর্জাতিক উড়ান চালুর প্রসঙ্গে কথা বলা হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর ৩০ জুনের পর কয়েকটি নির্দিষ্ট রুটে খুব কম সংখ্যক উড়ান চালু করার অনুমতি দেওয়া হবে।

কোন রুটে চলবে বিমান

কোন রুটে চলবে বিমান

সূত্রের খবর আনলক ২.০-য় আন্তর্জাকি উড়ানে কিছুটা ছাড়পত্র মিলবে। দিল্লি-নিউইয়র্ক, মুম্বই-নিউইয়র্কের উড়ান চালু করা হবে। তবে সেটা সীমিত সংখ্যক। শুধু তাই নয় দুবাইয়ের , ওমান, সৌদি আরবের বিমানও চালানো হবে। কয়েকদিন আগেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুবাইয়ের উড়ান চালু করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছিলেন।

ট্রেন, মেট্রো নিয়ে সিদ্ধান্ত

ট্রেন, মেট্রো নিয়ে সিদ্ধান্ত

মনে করা হচ্ছে ট্রেন, মেট্রো পরিষেবা নিয়ে আনলক ২.০ গাইডলাইনে একাধিক নির্দেশ জারি করা হবে। যদিও অধিকাংশ রাজ্যই এখনই লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা চালু করার পক্ষে নয়।

রাজীবের নামাঙ্কিত সংস্থাকে ৩ লক্ষ ডলার অর্থসাহায্য চিনা দূতাবাসের! ফের গান্ধীদের তোপ নাড্ডাররাজীবের নামাঙ্কিত সংস্থাকে ৩ লক্ষ ডলার অর্থসাহায্য চিনা দূতাবাসের! ফের গান্ধীদের তোপ নাড্ডার

English summary
International flights may be resumes after 30 June in Unlock 2.0 guideline
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X