For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্ভাব্য আইএস হামলা! কেরল উপকূলে বিশেষ সতর্কতা জারি

কেরল উপকূলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, শ্রীলঙ্কা থেকে ১৫ জন আইএস জঙ্গি একটি নৌকায়শ্রীলঙ্কা ছেড়ে লাক্ষাদ্বীপের দিকে যাচ্ছে।

Google Oneindia Bengali News

কেরল উপকূলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, শ্রীলঙ্কা থেকে ১৫ জন আইএস জঙ্গি একটি নৌকায় শ্রীলঙ্কা ছেড়ে লাক্ষাদ্বীপের দিকে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, উপকূল থানাগুলি ছাড়াও উপকূলের জেলার পুলিশ প্রধানদের সতর্ক করা হয়েছে।

নির্দিষ্ট সংখ্যক জঙ্গি সম্পর্কে তথ্য

নির্দিষ্ট সংখ্যক জঙ্গি সম্পর্কে তথ্য

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই ধরনের সতর্কতার ক্ষেত্রে তল্লাশি একটা সাধারণ ব্যাপার কিন্তু এবার জঙ্গিদের সংখ্যা সম্পর্কে নির্দিষ্টভাবে
তথ্য পাওয়া গিয়েছে। সেইজন্য উপকূলের থানা এবং উপকূলের জেলার পুলিশ প্রধানদের সন্দেহজনক ভাসমান কিছু সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

২৩ মে থেকে সতর্কতা জারি

২৩ মে থেকে সতর্কতা জারি

এদিকে উপকূল পুলিশ দফতর সূত্রে জানা গিয়েছে ২৩ মে থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে। এদিনই শ্রীলঙ্কা থেকে সতর্কবার্তা আসে। তাঁরা অবশ্য জানিয়েছেন, শ্রীলঙ্কায় হামলার পর থেকেই সতর্ক রয়েছেন। উপকূল পুলিশ দফতর জানিয়েছে, মাছ ধরার নৌকা ছাড়াও যেসব নৌকো সমুদ্রে যায়, সন্দেহজনক কিছু সম্পর্কে সতর্ক করা হয়েছে।

শ্রীলঙ্কায় হামলার পর থেকেই সতর্ক দক্ষিণভারত

শ্রীলঙ্কায় হামলার পর থেকেই সতর্ক দক্ষিণভারত

২১ এপ্রিল শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পর থেকেই সতর্ক রয়েছে কেরল। কেননা এনআইএ-র তরফে জানিয়ে দেওয়া হয়েছিল সেই রাজ্যে সম্ভাব্য আইএস-এর হামলা সম্পর্কে।
গোয়েন্দা সূত্রে খবর, কেরলের অধিবাসীদের একটা বড় সংখ্যা আইএস-এর সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সময়ে যাদের ইরাক ও সিরিয়া থেকে কার্যত মুছে দেওয়া হয়েছে।

English summary
Kerala coast has been put on high alert following intelligence reports that boats allegedly carrying 15 Islamic State terrorists had set off from Sri Lanka to the Lakshadweep islands,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X