For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা কেন হয়েছিল! সিআরপিএফ এর রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের উল্টো কথা বলছে

পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় মৃত্যু হয় ৪৩ জন সিআরপিএফ জওয়ানের। কাশ্মীরের সেই অভিশপ্ত দুপুরকে ভুলে উঠতে পারেনি গোটা দেশ। মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় ভারতের বীর যোদ্ধাদের দেহ। শহিদ হন ৪৩ জন।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় মৃত্যু হয় ৪৩ জন সিআরপিএফ জওয়ানের। কাশ্মীরের সেই অভিশপ্ত দুপুরকে ভুলে উঠতে পারেনি গোটা দেশ। মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায় ভারতের বীর যোদ্ধাদের দেহ। শহিদ হন ৪৩ জন। এরপর কফিনবন্দি হয়ে বাড়ি ফেরে শহিদের দেহ। ঘটনার পরই তৎকালীন মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট জানায় , জঙ্গি হামলার ঘটনায় গোয়েন্দাদের কোনও গাফিলতি ছিল না এতে। কিন্তু সেই ঘটনার পুরো উল্টে বক্তব্য সিআরপিএফের তদন্ত রিপোর্টে। পুলওয়ামায় জওয়ানদের ওপর হত্যালীলার নেপথ্যে কোন ঘটনা? সিআরপিএফ-র তদন্ত রিপোর্ট যা বলছে দেখে নেওয়া যাক একনজরে।

 সিআরপিএফ-এর রিপোর্ট কী বলছে?

সিআরপিএফ-এর রিপোর্ট কী বলছে?

পুলওয়ামায় হামলা নিয়ে সিআরপিএফএর তরফে পেশ হওয়া সাম্প্রতিক তদন্ত রিপোর্ট একাধিক তথ্য জানাচ্ছে। যেখানে বলা হয়েছে, আইইডি বিস্ফোরণ নিয়ে একটি সাধারণ সতর্কতা বার্তা দেওয়া হয়েছিল সেই সময়, তবে নির্দিষ্ট করে কোনও আলাদা সতর্কতা জরি করা হয়নি হামলা নিয়ে। ফলে গোয়েন্দাদের তরফে গাফিলতি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল পুলওয়ামা হামলায়।

 বড়সড় 'ইন্টালিজেন্স ফেলিওর' !

বড়সড় 'ইন্টালিজেন্স ফেলিওর' !

সিআরপিএফ এর রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দাদের তরফে সেই সময় নির্দিষ্ট তথ্য না আসবার জন্য সিআরপিএফ-এর লম্বা কনভয় সেদিন রাস্তায় নেমেছিল। আর সিআরপিএফ-এর কনভয় যদি সেদিন অতটা বড় না হত, তাহলে সম্ভবত এই হামলা রোখা যেত। সেক্ষেত্রেও স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টের সঙ্গে সিআরপিএফএর রিপোর্টের বড়সড় ফারাক চোখে পড়ছে।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য

তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সিআরপিএফ এর তদন্ত রিপোর্ট বলছে, একটি ভিডিওতে দেখা গিয়েছে , পুলওয়ামার ঘটনাস্থল দিয়ে যখন সেনার গাড়িগুলি ঢুকছিল, তখন দুটি গাড়ির মধ্যে নির্দিষ্ট ব্যবধান মেনে চলা হচ্ছিল। আর গাড়ির ব্যবধান ধরে রাখতে তৎকালীন এএসআই হামলাবাজ গাড়িটিকে আটকাবার চেষ্টাও করে। তবে তা শেষমেশ সফল হয় না। তবে সাম্প্রতিক ইতিহাসে এই বড় জঙ্গি হামলা ঘিরে সিআরপিএফ আর স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টের মধ্যে এই ফারাক রীতিমতো প্রাসঙ্গিক হয়ে উঠছে।

<strong>[আরও পড়ুন: লন্ডনে ভারতীয় দূতাবাসেরর সামনে পাক সমর্থকদের গুণ্ডামি, গ্রেফতার ২]</strong>[আরও পড়ুন: লন্ডনে ভারতীয় দূতাবাসেরর সামনে পাক সমর্থকদের গুণ্ডামি, গ্রেফতার ২]

[আরও পড়ুন: ফের ভোটের মুখে ব্রিটেন, ব্রেক্সিট নিয়ে গরিষ্ঠতা হারালেন জনসন][আরও পড়ুন: ফের ভোটের মুখে ব্রিটেন, ব্রেক্সিট নিয়ে গরিষ্ঠতা হারালেন জনসন]

English summary
Intel faliure causes Pulwama attack ,finds CRPF inquiry.CRPF inquary rejects MEA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X