For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌মারাঠা যোদ্ধাদের অপমান, অক্ষয় কুমারের নামে অভিযোগ দায়ের

Google Oneindia Bengali News

বলিউড সেলেব অক্ষয় কুমার বিজ্ঞাপনের মধ্য দিয়ে মারাঠা সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। সেই কারণে মারাঠা সংগঠনের পক্ষ থেকে মহারাষ্ট্রের নানদেদ জেলা ও পুলিশ–প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে এ বিষয়ে। চিঠিতে বলা হয়েছে যে মারাঠা যোদ্ধাদের এই বিজ্ঞাপনের মধ্য দিয়ে অপমান করা হয়েছে।

অক্ষয় কুমারের নামে অভিযোগ দায়ের


বিজ্ঞাপনের মধ্য দিয়ে মারাঠা যোদ্ধাদের অপমান করা হয়েছে বলে সম্ভাজি ব্রিগেডের পক্ষ থেকে বৃহস্পতিবার নানদেদ জেলা শাসকের কাছে এবং ভাইজারাবাদ পুলিশের কাছে চিঠি জমা দেওয়া হয়েছে। চিঠিতে অনুরোধ করা হয়েছে যে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হোক। জানা গিয়েছে, নিরমা কাপড় ধোওয়ার পাউডারের বিজ্ঞাপনে অক্ষয় কুমার মারাঠা রাজার ভূমিকায় রয়েছেন, যাঁর সেনা যুদ্ধে জয় করে ফিরেছেন। এরপরই বিজ্ঞাপনে দেখানো হচ্ছে যে সেনারা তাঁদের মাটি লাগা পোশাক ধুচ্ছেন। অক্ষয়কে বিজ্ঞাপনে বলতে শোনা যায়, '‌রাজার সৈন্যবাহিনী শত্রুদের পরাজিত করার পাশাপাশি তাঁদের পোশাক ধুয়ে ফেলতেও জানেন।’‌

ভাইজারাবাদ পুলিশের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসার এসএস শিভালে বলেন, '‌বৃহস্পতিবার আমরা সম্ভালজি ব্রিগেডের পক্ষ থেকে চিঠি পেয়েছি। যেখানে অক্ষয় কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি জানানো হয়েছে। কারণ তিনি মারাঠা সম্প্রদায়কে অপমান করেছেন। আমরা চিঠিটি এসপির কাছে পাঠিয়ে দিয়েছি।’‌ সোশ্যাল মিডিয়াতেও এই বিজ্ঞাপনকে বয়কট করার আর্জি জানানো হয়েছে।

English summary
Maratha Group Asks Police, To File Case Against Akshay Kumar, over ad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X