For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুপ্রেরণাই রতন টাটার সব থেকে বড় আনন্দ! টাটা গ্রুপের এমেরিটাস চেয়ারম্যানের 'মন্ত্র' একনজরে

রতন টাটা এক অন্য ধরনের ব্যক্তিত্ব। তিনি এই মুহূর্তে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমেরিটাস চেয়ারম্যান। তিনি বিভিন্ন কারণে সাধারণ মানুষের মধ্যে পরিচিত। তার মধ্যে অন্যতম হল তাঁর অনুপ্রেরণামূবক বক্তৃতা ও উদ্ধৃতি। তিনি জন

  • |
Google Oneindia Bengali News

রতন টাটা এক অন্য ধরনের ব্যক্তিত্ব। তিনি এই মুহূর্তে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমেরিটাস চেয়ারম্যান। তিনি বিভিন্ন কারণে সাধারণ মানুষের মধ্যে পরিচিত। তার মধ্যে অন্যতম হল তাঁর অনুপ্রেরণামূবক বক্তৃতা ও উদ্ধৃতি। তিনি জনহিতকার কাজের জন্য প্রচুর পরিমাণে অর্থও দান করে থাকেন।

রতন টাটার অনুপ্রেরণা

সাম্প্রতিক সময়ে তাঁর একটি বক্তৃতার একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ৮৪ বছর বয়সী বিজনেস টাইকুন কিসে অনুপ্রাণিত হন এবং নিজের সব থেকে বড় আনন্দের বিষয়ে কথা বলেছেন।
রতন টাটা বলেছেন, সবাই যেখানে বলেন, করতে পারেননি কিংবা করা যায়নির মতো শব্দ, সেখানে তিনি আনন্দ পান কিছু করার চেষ্টা করে। আরপিজি এন্টার প্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা তাঁর টুইটার হ্যান্ডেলে রতন টাটার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই শোনা গিয়েছে, রতন টাটার বক্তব্য।

কমেন্ট বক্সে অসংখ্য প্রতিক্রিয়া

কমেন্ট বক্সে অসংখ্য প্রতিক্রিয়া

দেশের শীর্ষে থাকা অন্যতম সফল শিল্পপতির এমন নম্র বার্তা এবং তার অনুপ্রেরণামূলক মন্তব্য ইন্টারনেটের হৃদয় জয় করেছে। সাধারণত তাঁকে লেজেন্ড বলেই ডাকা হয়। রতন টাটার এই ভিডিও কমেন্ট বক্সে অসংখ্য প্রতিক্রিয়ায় সমৃদ্ধ হয়েছে।

অসম্ভবকে সম্ভব করেছিলেন রতন টাটা

অসম্ভবকে সম্ভব করেছিলেন রতন টাটা

সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি বলেছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি যখন রতন টাটাকে বলেছিল একলক্ষ টাকার নিচে যাত্রীবাহী গাড়ি তৈরি করা সম্ভব নয়, তখন তিনি এগিয়ে এসে অসম্ভবকে সম্ভব করেছিলেন। তিনি খুব আবেগের সঙ্গে প্রকল্পটির রূপায়ন করেছিলেন।
অপর একজন বলেছেন, একজন অনেক কিছু ভাবতে পারেন। আৎ নৈতিকতার অনুশীলন করার জন্য তিনি যে মূল্য দিতে পারেন, তা তিনিই কেবল জানেন। অন্য একজন বলেছেন, সবার মধ্যেই একই উত্তেজনা থাকা উচিত। আমরা প্রাথমিকভাবে করতে পারিনি ভারতে থাকি। আমরা মূল্যায়ন না করেই সম্ভবকে অসম্ভবে রূপান্তরিত করি। এর মধ্যে রতন টাটার করতে পারি মনোভাব সম্পূর্ণ ভিন্ন রকমের। টাটা গ্রুপের অনেক পরিবর্তন ও বৃদ্ধির সাক্ষী তিনি।
দেশের অন্যতম বড় শিল্পপতি হওয়ার পরেও সাম্প্রতিক সময়ে তিনি বেশ কিছু স্টার্টআপে বিনিয়োগ করেছেন। তার মধ্যে রয়েছে ওলা ইলেকট্রিক, পেটিএম, কার দেখো, স্ন্যাপ ডিল, আরবান কোম্পানি, লেন্সকার্টের মতো বিভিন্ন সংস্থা।

রতন টাটার অনুপ্রেরণামূলক মন্ত্র

রতন টাটার অনুপ্রেরণামূলক মন্ত্র

  • জীবনে উত্থান-পতন আমাদের এগিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন ইসিজি। এখানে যদি একটি সরল রেখা চলে আসার অর্থ সে বেঁচে নেই।
  • যদি কেউ দ্রুত হাঁটতে চাও, তাহলে একা হাঁটো। আর যদি অনেক দূরে হাঁটতে চাো , তবে একসঙ্গে চলো।
  • যদি লোকের ঢিল ছোঁড়ে তবে তা সংগ্রহ করে রাখো। একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে ব্যবহার করা যাবে।
  • লোহাকে কেউ ধ্বংস করতে না পারলেও, মরচে লোহাকে শেষ করে দেয়। সেরকমই কেউ একজন মানুষকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার মানসিকতা তা করতে পারে।
  • কেউ রাস্তায় কিছু লোককে আঘাত করতে পারেন, তবে তিনি এমন একজনকে দেখতে চান, যিনি যে কোনও পরিস্থিতির মধ্যে আপাস না করে সঠিক কাজ করার জন্য চেষ্টা করেছেন।

দেশ জুড়ে PFI-এর বিরুদ্ধে অভিযান অব্যাহত! হিংসাত্মক বিক্ষোভের অভিযোগে ৭ রাজ্যে আটক বহুদেশ জুড়ে PFI-এর বিরুদ্ধে অভিযান অব্যাহত! হিংসাত্মক বিক্ষোভের অভিযোগে ৭ রাজ্যে আটক বহু

English summary
Inspiration is Ratan Tata's greatest Pleasure, which he shares in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X