For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-পাক উত্তেজনার মধ্যে উত্তর আরব সাগরে যুদ্ধজাহাজ নিয়ে নয়া পদক্ষেপ নৌসেনার

পুলওয়ামায় জওয়ানদের হত্যার পরবর্তী সময়ে ভারত পাকিস্তান সম্পর্ক রীতিমত তলানিতে ঠেকেছে। পুলওয়ামার পাল্টা জবাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে হামলা চালায় ভারত।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় জওয়ানদের হত্যার পরবর্তী সময়ে ভারত পাকিস্তান সম্পর্ক রীতিমত তলানিতে ঠেকেছে। পুলওয়ামার পাল্টা জবাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে হামলা চালায় ভারত। পাল্টা চেষ্টা করলেও পাকিস্তান ভারতের আকাশসীমায় ঢুকেও কোনও ক্ষতিসাধন করে পারেনি। এরপরবর্তী পর্যায়ে দেখা যায় ভারত সীমান্তকে নিশানায় রেখে এফ১৬ যুদ্ধবিমান সাজিয়ে রাখতে শুরু করে পাকিস্তান। এহার তারও জবাব দিল ভারত।

ভারত-পাক উত্তেজনার মধ্যে আরব সাগরে যুদ্ধজাহাজ নিয়ে নয়া পদক্ষেপ নৌসেনার ! শুরু তৎপরতা

এদিন নৌসেনা সূত্রে জানা গিয়েছে, উত্তরক আরবসাগর সীমানা বরাবার সমুদ্রে নামানো হয়েছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যকে। সঙ্গে নামানো হয়েছে নিউক্লিয়ার সাবমেরিনও। এদিন নৌসেনার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি যে হামলার চালানো হয়, তার প্রেক্ষিতে ফের একবার উত্তর আরব সাগর বরাবর তড়িঘড়ি এই সরঞ্জাম সমুদ্রে নামাতে বাধ্য হয়েছে নৌসেনা।


উল্লেখ্য, ট্রোপেক্স ১৯ থেকে ৬০ টি যুদ্ধজাহাজ, ১২ টি উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আপাতত আরবসাগরে নামিয়ে ফেলেছে ভারত।

English summary
Amid tensions with Pakistan, INS Vikramaditya, nuclear submarines deployed in Northern Arabian Sea.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X