For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমৃতসরে ট্রেনের ধাক্কায় আহতদের মূল্যবান সামগ্রী ডাকাতি, বাদ গেল না মৃত ব্যক্তিরাও

অমৃতসরে ট্রেনে কাটা পড়ে আহত ও মৃত ব্যক্তিদের মূল্যবান সামগ্রী ডাকাতি করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

হৃদয়হীনতা বলুন অথবা দুর্ভাগ্যজনক ঘটনা। কোনও বিশেষণই বোধহয় যথেষ্ট নয়। অমৃতসরে রাবণবধের অনুষ্ঠান দেখতে গিয়ে ৬১ জন ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪৩ জন। এই ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে তারও পরে। ট্রেনে কাটা পড়ে আহত ও মৃত ব্যক্তিদের মূল্যবান সামগ্রী ডাকাতি করা হয়েছে।

মূল্যবান সামগ্রী চুরি ডাকাতি

মূল্যবান সামগ্রী চুরি ডাকাতি

আহত ও নিহত ব্যক্তিদের পরিজনরা জানিয়েছেন, তাঁরা যখন প্রিয়জনদের দেহ ফেরত পেয়েছেন, অথবা আহতদের হাসপাতালে পেয়েছেন, তখন তাদের শরীরের গয়না, মোবাইল ফোন, টাকার ব্যাগ কিছুই ছিল না।

মৃতের সামগ্রী চুরি

মৃতের সামগ্রী চুরি

এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন জ্যোতি কুমারী। তিনি তাঁর ১৭ বছর বয়সী পুত্র বাসুকে হারিয়েছেন। হাসপাতালে যখন দেহ খুঁজে পেলেন তখন ২০ হাজার টাকার মোবাইল, টাকার ব্যাগ ও সোনার চেন সঙ্গে ছিল না।

আহতদেরও ছাড় নেই

আহতদেরও ছাড় নেই

আর এক আহত দীপক জানিয়েছেন, পুত্র ও কন্যাকে নিয়ে দশেরা উদযাপনে গিয়েছিলেন। তবে মেয়ে প্রয়াত হয়েছে ও ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তিনি আহত হয়ে সাহায্য চাইলে কেউ পাশ থেকে এসে পকেটের মোবাইল তুলে নিয়ে পালিয়ে গিয়েছে।

English summary
Injured and dead robbed of belongings, after Amritsar train accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X