For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকবে দেশের শেষ লাল দুর্গ? একনজরে কেরলের পৌর-পঞ্চায়েত নির্বাচনের প্রাথমিক ফলাফল

Google Oneindia Bengali News

কেরলের স্থানীয় নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার আগেই বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘওষণা করেছিলেন পিনারাই বিজয়ন। সেই ঘোষণার জেরে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠায় রাজ্য নির্বাচন কমিশন। তবে তাতেও টলেনি বাম জোটের কাণ্ডারী। দাবি করেছিলেন পুর নির্বাচনে অনায়াসে জিতবে বাম জোট। হারবে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট।

লোকসভায় ধরাসায়ী হয়েছিল বামফ্রন্ট

লোকসভায় ধরাসায়ী হয়েছিল বামফ্রন্ট

তবে এদিন ভোট গণনা শুরু হতেই বোঝা যায় যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কেরলে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে সেরাজ্যের ২০টি লোকসভা আসনের মধ্যে ১৯টি গিয়েছিল কংগ্রেসের ইউডিএফ জোটের পকেটে। বামজোট পেয়েছিল একটি মাত্র আসন। এই ভরাডুবির পর ঘুরিয়ে দাঁড়ানোর লক্ষ্যেই এই নির্বাচনকে পাখির চোখ করেছিল বাম দলগুলি।

হাড্ডাহাড্ডি লড়াই কেরলে

হাড্ডাহাড্ডি লড়াই কেরলে

ভোটগণনা শুরু হতেই যে প্রাথমিক ফলাফল মিলেছে তাতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই জোটের মধ্যে। সেরাজ্যের ৬ পৌরসভার মধ্যে ৩টিতে এগিয়ে বামজোট। কংগ্রেস এগিয়ে ৩টিতে। গত পুর নির্বাচনের নিরিখে বামজোটের থেকে একটি পৌরসভা ছিনিয়ে নেওয়ার পথে কংগ্রেস।

পৌর নির্বাচনে এগিয়ে কংগ্রেস

পৌর নির্বাচনে এগিয়ে কংগ্রেস

অন্যদিকে মিউনিসিপালটির ক্ষেত্রে এগিয়ে কংগ্রেস। ৮৬টির মধ্যে ৪৩টিতে এগিয়ে কংগ্রেস জোট। বাম জোট এগিয়ে ৩২টিতে। এদিকে মিউনিসিপালটিতে খাতা খুলেছে বিজেপি। সেখানে ৫টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। ব্লক পঞ্চায়েতেও ২টি আসনে এগিয়ে বিজেপি। অপরদিকে ব্লক পঞ্চায়েতে কংগ্রেস থেকে এগিয়ে বাম জোট। বামেদের পকেটে এখনও ৬০টি আসন যাবে বলে মনে হচ্ছে। সেখানে কংগ্রেস মাত্র ৪০টিতে এগিয়ে।

পঞ্চায়েতে এগিয়ে কংগ্রেস

পঞ্চায়েতে এগিয়ে কংগ্রেস

এদিকে সেরাজ্যের ৯৪১টি পঞ্চায়েত আসনের মধ্যে এখনও পর্যন্ত এগিয়ে কংগ্রেস জোট। প্রাথমিক গণনা শেষে মাত্র ৪৩৮টি আসনের ফলাফল মিলতে শুরু করেছে। তাতে জানা গিয়েছে যে বাম জোট এগিয়ে ১৮৬টি আসনে। কংগ্রেস জোট এগিয়ে ২০৪টিতে। গত নির্বাচনে বাম জোটের পকেটে গিয়েছিল ৫৪৯টি আসন। সেখানে কংগ্রেস পেয়েছিল মাত্র ৩৬৫টি আসন।

English summary
Initial trend in Kerala local body election shows close fight between CPIM led LDF and Congress led UDF
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X