For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমানবিক য়োগীরাজ্য! করোনা আতঙ্কে শেষকৃত্যে বাধা, সাইকেলে মৃত স্ত্রীর দেহ নিয়ে গ্রাম ছাড়া বৃদ্ধ

অমানবিক য়োগীরাজ্য! করোনা আতঙ্কে শেষকৃত্যে বাধা, সাইকেলে মৃত স্ত্রীর দেহ নিয়ে গ্রাম ছাড়া বৃদ্ধ

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই যেন করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে গোটা ভারত। রাজ্যে রাজ্যে বেরেই চলেছে মৃত্যু মিছিল। মহারাষ্ট্র, গুজরাত, দিল্লির পর ক্রমেই যেন করোনার অন্যতম প্রধান হটস্পট হয়ে উঠছে উত্তরপ্রদেশ। যদিও তথ্য কর্ণপাত করতে রাজি নন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে অক্সিজেন-বেডের কোনও সঙ্কটই নেই বলে দাবি তাঁর। এরমাঝে উত্তরপ্রদেশের জৌনপুর থেকে উঠে এল আরও এক মর্মান্তিক ছবি। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অমানবিক য়োগীরাজ্য! করোনা আতঙ্কে শেষকৃত্যে বাধা, সাইকেলে মৃত স্ত্রীর দেহ নিয়ে গ্রাম ছাড়া বৃদ্ধ

এদিন উত্তরপ্রদেশের জৌনপুরে এক বৃদ্ধেকে বাধ্য করা হল করোনায় মৃত স্ত্রী'র দেহ সাইকেলে করে নিয়ে যেতে। বৃদ্ধের স্ত্রী করোনায় মৃত, তাই গ্রামে শেষকৃত্য করতে দিতে নারাজ গ্রামবাসীরা। কিন্তু করোনা আক্রান্ত কিনা সেই বিষয়ে হাসপাতালের তরফে কিছুই পরিষ্কার করে বলা হয়নি। অবশেষে অন্যত্র শেষকৃত্য করার অভিপ্রায়ে সাইকেলেই তার স্ত্রীর দেহ নিয়ে ঘুরে বেড়ালেন অসহায় বৃদ্ধ।আর তা করতে গিয়েই বেসামাল হয়ে পড়ে যান তিনি। সাইকেলের সঙ্গেই জড়িয়ে পড়ে থাকে স্ত্রীর দেহ। কিন্তু তাঁর এই করুণ অবস্থাতেও তাকে সহায়তা করতে এগিয়ে এল না কেউ।

করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর ধারণা নেই, অষ্টমদফার আগে 'প্রমাণ' দিয়ে মমতাকে নিশানা বিজেপিরকরোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর ধারণা নেই, অষ্টমদফার আগে 'প্রমাণ' দিয়ে মমতাকে নিশানা বিজেপির

সূত্রের খবর, এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জৌনপুরে। মাদিহু কোতোয়ালি এলাকার বাসিন্দা তিলকধারী সিংয়ের স্ত্রী রাজকুমারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার রাজকুমারীর দেবীর স্বাস্থ্যের অবনতি হয়। এরপর তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। অ্যাম্বুলেন্সে করে দেহ হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তারপর তার শেষকৃত্যের জন্য এগিয়ে আসেনি কোনও গ্রামবাসীই। দীর্ঘ সময় বাড়িতে পরে থেকে পচনও ধরতে শুরু করে দেহে। অবশেষে ২৭ এপ্রিল স্ত্রীর মৃতদেহ সাইকেলের নিয়ে নদীর পাড়ে তাঁর শেষকৃত্যের জন্য পায়ে হেঁটে রওনা দেন ওই বৃদ্ধ।

English summary
Corona panicked interrupted at the funeral an old man carrying the body of his dead wife on a bicycle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X